বাংলাহান্ট ডেস্ক : শনিবার আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতির পথে হেঁটেছে ভারত পাকিস্তান (Pakistan)। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার সাহায্যে সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নিয়েছে তারা। রবিবার ফের এক বার্তায় ট্রাম্প বলেন, কাশ্মীর সমস্যা নিয়ে ভারত পাকিস্তানের সঙ্গে অলোচনায় বসবে আমেরিকা। বিষয়টি নিয়ে ভারতে বিতর্ক হলেও পাকিস্তানের (Pakistan) মতে অবশ্য কাশ্মীর নিয়ে দীর্ঘকালীন বিবাদের জেরে দক্ষিণ এশিয়ায় শান্তিতে যেমন প্রভাব পড়ছে তেমনি বাইরেও পড়ছে।
কাশ্মীর ইস্যুতে আমেরিকার হস্তক্ষেপকে স্বাগত পাকিস্তানের (Pakistan)
পাকিস্তানের তরফে একটি বিবৃতিতে এদিন বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে যে মন্তব্য করেছেন তাকে স্বাগত। দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতিতে, আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমেরিকা গঠনমূলক ভূমিকা পালন করেছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের বিবাদ নিয়ে ট্রাম্প যে সমাধানসূত্র বের করার দিকে আগ্রহ প্রকাশ করেছেন তার জন্যও ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান (Pakistan)।
কী বলা হল বিবৃতিতে: পাকিস্তানের তরফে আরো বলা হয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা সংক্রান্ত নীতি নিয়ম এবং কাশ্মীরিদের মৌলিক অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এমন ভাবছি জম্মু কাশ্মীর নিয়ে এক দীর্ঘমেয়াদী সমাধান বের করতে হবে। কাশ্মীরিদের সিদ্ধান্ত গ্রহণের অধিকার যাতে অক্ষুন্ন থাকে তা দেখতে হবে। সেই সঙ্গে পাকিস্তানের (Pakistan) তরফে বলা হয়েছে, আমেরিকা এবং আন্তর্জাতিক মহলের সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা নিয়ে কাজ করতে চায় দেশ। বাণিজ্য, বিনিয়োগ, আর্থিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো নিবিড় করে চায় পাকিস্তান।
আরও পড়ুন : ‘নিজেরাই মেরেছে’, পহেলগাঁও হামলা-অপারেশন সিঁদুরকে ‘প্রহসন’ তকমা দিয়ে বিপাকে তৃণমূল নেতা! উঠল গ্রেফতারের দাবি
কাশ্মীর নিয়ে বার্তা ট্রাম্পের: এদিকে পাকিস্তানের এই বিবৃতির জেরে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এদিন ট্রাম্প একটি বার্তায় বলেন, ‘আমি গর্বিত যে এই ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ পদক্ষেপ নিতে আমেরিকা সাহায্য করতে পেরেছে। আলোচনা ছাড়াই, উল্লেখযোগ্যভাবে দুই দেশের সঙ্গেই বাণিজ্য বাড়িয়ে দিতে চলেছি আমি। আমি দুজনের সঙ্গেই কাজ করবে যাতে ‘হাজার বছর’ পর কাশ্মীরের বিষয়ে কোনো সমাধান পাওয়া যায় কিনা।’
আরো পড়ুন : সংঘর্ষ বিরতির পরেই কাশ্মীরের দিকে নজর? ভারতের সঙ্গে আলোচনা চেয়ে বার্তা পাক মন্ত্রীর
উল্লেখ্য, দেশভাগ হওয়ার পর থেকে পর থেকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের (Pakistan) মধ্যে তৃতীয় কোনো পক্ষ প্রবেশ করেনি। কিন্তু এখন বিষয়টা কার্যত সেদিকেই এগোচ্ছে। বিশেষ করে ট্রাম্প যেভাবে যেতে পড়ে আগ বাড়িয়ে কাশ্মীর ইস্যু তুললেন তাতে জটিলতা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।