বাংলা হান্ট ডেস্কঃ ভারত-পাক (India-Pakistan) সংঘাতের আবহে ‘শত্রু’ দেশে বন্দি বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam Kumar Shaw)। পহেলগাঁও কাণ্ডের পর ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাক-ভূমে চলে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে পিকে-কে আটক করে পাক রেঞ্জার্সরা। এরপর থেকে সেদেশেই বন্দি সীমান্তরক্ষা বাহিনীর এই জওয়ান। এবার তাঁর স্ত্রী রজনীকে বড় আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর শারীরিক ও পারিবারিক অবস্থার কথা জানতে চান মুখ্যমন্ত্রী, এমনটাই জানিয়েছেন পূর্ণম-পত্নী।
রজনীকে কী আশ্বাস দিলেন মমতা (Mamata Banerjee)?
পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যেকার সংঘাত আরও তীব্র হয়েছে। অপারেশন সিঁদুরের ধাক্কা সহ্য করতে পারেনি পাকিস্তান। পাল্টা ভারতের নানান শহরে হামলার চেষ্টা করে তারা। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে। দুই দেশের মধ্যেকার এই উত্তেজনার আবহে পাক-ভূমে বন্দি বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম। আদৌ তাঁকে পাকিস্তান ছাড়বে কিনা এই নিয়ে উৎকণ্ঠায় ভুগছে সাউ পরিবার।
স্বামীকে ফেরাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পিকে-র স্ত্রী রজনী। জানা যাচ্ছে, মমতা তাঁর সঙ্গে মিনিট পাঁচেক কথা বলেন। পাকিস্তানে আটক BSF জওয়ানের স্ত্রীর দাবি, তাঁর শারীরিক ও পারিবারিক অবস্থার কথা জানতে চান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ ‘কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল’ বিদেশ সচিবকে অকারণে ট্রোল, আক্রমণ! ফুঁসে উঠল IAS অ্যাসোসিয়েশন
মমতার আশ্বাস, পাকিস্তানি রেঞ্জার্সরা পূর্ণমকে আটক করলেও তিনি সুস্থ আছেন। এক সপ্তাহের মধ্যে পিকে দেশে ফিরে আসতে পারেন বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। রজনীর কাছে তিনি জানতে চান, তাঁদের বাড়িতে কে কে রয়েছেন? তাঁরা কী কাজ করেন?
জবাবে পূর্ণম-পত্নী বলেন, তাঁর শ্বশুর আছেন। তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি কাজ করতে পারেন। ভাসুর টোটো চালান। রজনী জানান, তিনি গর্ভবতী। তাঁর হাতে কোনও টাকা নেই। আগে অনলাইনে টাকা পাঠানো হলেও এখন হাত ফাঁকা!
একথা শুনে মমতা বলেন, ‘আপনি গর্ভবতী অবস্থায় কী কাজ করবেন! দাঁড়ান দেখছি, আমি কী করতে পারি… বিএসএফ কেয়ার করবে না আমি তো বুঝতে পারিনি। অন্য সোর্স কাজে লাগাতে পারি কিনা দেখছি’।
উল্লেখ্য, পাকিস্তানে আটক স্বামীকে ফেরাতে ক্রমাগত ছোটাছুটি করছেন রজনী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ হলেন তিনি। বিএসএফ জওয়ানের স্ত্রীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।