ভয়ঙ্কর আর্থিক প্রতারণা! ব্যাঙ্ককে সুদ সহ মোটা টাকা জরিমানা করে কড়া তদন্তের নির্দেশ হাইকোর্টের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ব্যাঙ্ককে (Private Bank) জরিমানার নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। তাও অল্প কিছু টাকা নয়, ওই ব্যাঙ্ককে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে কলকাতা হাই কোর্ট। সংশ্লিষ্ট মামলাকারী সংস্থাকে জরিমানার টাকা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথি সেন। সুদ সমেত টাকা মামলাকারী সংস্থাকে ফিরিয়ে দেওয়ার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছে উচ্চ আদালত।

কোন মামলায়? Calcutta High Court

আদালত সূত্রে খবর, এক স্বেচ্ছাসেবী সংস্থার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা করা হয়েছিল। বেসরকারি ব্যাঙ্কের এক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ২০১১ সালে ওই স্বেচ্ছাসেবী সংস্থার নজরে আসে যে তাদের নাম করে কলকাতায় এক বেসরকারি ব্যাঙ্কের শাখায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে আর্থিক লেনদেন করছে। এরপরই নড়েচড়ে বসে ওই সংস্থা।

ওই বছরই দুর্গাপুর থানা এবং রিজার্ভ ব্যাঙ্কে অভিযোগ জানায় সংস্থা। তদন্তে নেমে ২০১৬ সালে দুই ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। চার্জশিটে বলা হয়, অভিযুক্তদের মধ্যে এক জন ওই বেসরকারি ব্যাঙ্কের ওই শাখাতেই কর্মরত ছিলেন। ঘটনায় পেছনে তার হাত রয়েছে বলে চার্জশিটে জানায় পুলিশ।

এদিকে এরই মধ্যে ব্যাঙ্ক-এর ভূমিকায় প্রশ্ন তুলে ২০১৫ সালে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ওই স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার বক্তব্য ছিল, রিজার্ভ ব্যাঙ্কের প্রাথমিক তদন্তের রিপোর্টে এই প্রতারণার ঘটনায় বেসরকারি ব্যাঙ্কের নির্ধারিত ব্যাঙ্ক আইন পালন করার ক্ষেত্রে গাফিলতির বিষয়টি সামনে এসেছে। তারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি।

আরও পড়ুন: ‘কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল’ বিদেশ সচিবকে অকারণে ট্রোল, আক্রমণ! ফুঁসে উঠল IAS অ্যাসোসিয়েশন

২০১৫ থেকে এই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। ২০২৫ সালে এসে এপ্রিল মাসে মামলার শুনানি শেষ হয় উচ্চ আদালতে। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সেন। সম্প্রতি সেই মামলার রায় ঘোষণা করে তিনি জানান, মোট কত টাকার প্রতারণা করা হয়েছে সেই বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে বেসরকারি ব্যাঙ্ককে সুদ সমেত অর্থ ফেরাতে হবে। মামলাকারী সংস্থাকে ফিরিয়ে দিতে হবে টাকা।

ভিডিও দেখুন: https://youtu.be/UEqTNFwrhgk?si=t4wsEmdcESxdtBtk

আদালতের নির্দেশ রায় ঘোষণার ৪৫ দিনের মধ্যে অর্থ ফিরিয়ে দেওয়ার গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। পাশাপাশি এই ঘটনার তদন্তে থাকবে রিজার্ভ ব্যাঙ্কের গঠিত উচ্চ পর্যায়ের তিন সদস্যের কমিটি। জানিয়েছে আদালত। ব্যাঙ্ক আইন ও রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অমান্য করা কী ভাবে হল, কী ভাবে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে এত বড় মাপের আর্থিক প্রতারণা সেই বিষয়ে ওই কমিটি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X