বড় পরিবর্তন! ইডেনের পরিবর্তে এই স্টেডিয়ামে হতে পারে IPL-এর ফাইনাল, সামনে এল রিপোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্প্রতি উত্তেজনার আবহে স্থগিত করা হয়েছিল চলতি বছরের IPL (Indian Premier League)। তবে, এবার ফের এই টুর্নামেন্ট শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও, এবার IPL-এ একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব ফাইনাল ম্যাচেও পড়তে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার IPL-এর ফাইনাল ম্যাচটি কলকাতায় সম্পন্ন না হয় সেটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা যেতে পারে।

কোথায় সম্পন্ন হবে IPL (Indian Premier League)-এর ফাইনাল:

আসলে, IPL (Indian Premier League)-এর পূর্ববর্তী সূচি অনুসারে, ফাইনাল ম্যাচটি আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেন্সে সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে, এখন নতুন সূচি অনুযায়ী ফাইনাল ম্যাচটি আগামী ৩০ মে সম্পন্ন হতে পারে। এমতাবস্থায়, যদি ৩০ মে কলকাতায় ফাইনাল খেলা সেক্ষেত্রে ম্যাচে আবহাওয়াজনিত (বৃষ্টি) বিঘ্ন ঘটতে পারে। এই কারণে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এটি আয়োজনের কথা বিবেচনা করা হচ্ছে।

In which stadium will Indian Premier League final be played.

খারাপ আবহাওয়ার কারণে IPL ফাইনাল স্থানান্তরিত হতে পারে- রিপোর্ট: এই প্রসঙ্গে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আগামী ৩০ মে কলকাতায় আবহাওয়া খারাপ থাকার আশঙ্কা করা হচ্ছে। এই কারণে ফাইনাল ম্যাচটি স্থানান্তরিত হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, কলকাতায় আগামী ৩০ মে আবহাওয়া পরিষ্কার থাকবে না বলেই IPL (Indian Premier League) ২০২৫ ফাইনাল অন্যত্র সরানো হতে পারে। ওই দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, ইডেনের তুলনায় আহমেদাবাদ স্টেডিয়ামের ক্যাপাসিটিও ৩০ হাজার বেশি। এই বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

আরও পড়ুন: “269 signing off”, অবশেষে “বিরাট” সিদ্ধান্ত কোহলির! টেস্ট ক্রিকেট থেকে নিলেন অবসর

জানিয়ে রাখি, ইতিমধ্যেই BCCI ৯ টি ফ্র্যাঞ্চাইজিকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সকল খেলোয়াড় সংগ্রহ করার নির্দেশ দিয়েছে। প্লে-অফের আগে এখনও ১২ টি লিগ ম্যাচ বাকি আছে এবং এই সময়ের মধ্যে একটানা ডাবল হেডার ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই টুর্নামেন্ট শেষ করা যায়।

আরও পড়ুন: বাংলাদেশে জীবন বিপন্ন প্রাক্তন রাষ্ট্রপতির! ইউনূসের চোখ এড়িয়ে লুঙ্গি-গেঞ্জি পরে করলেন দেশত্যাগ

পাঞ্জাব কিংস ছাড়া, ৯ টি ফ্র্যাঞ্চাইজিকে ১৩ মে-র মধ্যে তাদের নিজ নিজ মাঠে পৌঁছতে বলা হয়েছে। টুর্নামেন্টটি সম্পন্ন করার জন্য BCCI একটি নতুন সময়সূচি ঘোষণা করতে চলেছে। জানিয়ে রাখি যে, গত ৯ মে টুর্নামেন্ট এই (Indian Premier League) স্থগিত করা হলে, প্রায় প্রতিটি দলের বিদেশি খেলোয়াড়রাই তাঁদের নিজ নিজ দেশে ফিরে যান। এখন তাঁদের ফের আমন্ত্রণ জানানো হচ্ছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X