‘সনাতনী সম্প্রদায় খুশি হবে’! দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে থাকা পুরীর দ্বৈতাপতিকে সাসপেন্ড নিয়ে বললেন শুভেন্দু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উদ্বোধনের পর থেকেই শিরোনামে রয়েছে দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple Digha)। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুরীর জগন্নাথ ধামের দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। এরপরেই তাঁকে নোটিশ পাঠায় পুরীর শ্রী জগন্নাথ মন্দির অ্যাডমিনিস্ট্রেশন (SJTA)। সন্তোষজনক উত্তর না দেওয়ায় তাঁকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘এই সিদ্ধান্তে সনাতনী সম্প্রদায় নিশ্চিতভাবে খুশি হবে’, লেখেন বিজেপি বিধায়ক।

পুরীর দ্বৈতাপতির বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে কী প্রতিক্রিয়া শুভেন্দুর (Suvendu Adhikari)?

রবিবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্রকে সাসপেন্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন (এসজেটিএ) সিনিয়র সেবায়েত রামকৃষ্ণ দাস মহাপাত্রকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করেছে। দিঘা জগন্নাথ কালচারাল সেন্টার বিতর্কে অনৈতিকভাবে ওনার জড়িত থাকার কারণে আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই’।

শুভেন্দু লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র প্রভাবিত হয়েছিলেন এবং পুরীর মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামের পবিত্র আচার, ঐতিহ্য অনুমোদনা ছাড়াই প্রতিলিপি করার নির্দেশনা দিয়েছিলেন। যা ঘিরে পরবর্তীতে স্থানীয় প্রশাসন অপপ্রচার শুরু করে। দিঘার সাংস্কৃতিক কেন্দ্রকে পুরীর মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামের প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরা হয়’।

আরও পড়ুনঃ ‘দেখছি আমি কী করতে পারি’! পাকিস্তানে আটক বাঙালি জওয়ানের স্ত্রীকে আশ্বাস মমতার

বিজেপি (BJP) বিধায়কের দাবি, গোটা বিশ্বের লক্ষাধিক পুণ্যার্থীর আবেগে আঘাত করেছেন দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। তাঁকে সাসপেন্ড করে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ‘এই সিদ্ধান্তে সনাতনী সম্প্রদায় নিশ্চিতভাবে খুশি হবে’ বলে দাবি করেন নন্দীগ্রামের এমএলএ।

Suvendu Adhikari

উল্লেখ্য, অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধনে হাজির ছিলেন দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। এই নিয়ে তাঁকে নোটিশ পাঠায় পুরীর শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন। জানতে চাওয়া হয়, ‘দিঘা জগন্নাথ ধাম’ লেখা থাকার পরেও তিনি কেন ওই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন? আয়োজকদের কাছে এই নিয়ে কোনও প্রতিবাদ করেছিলেন তিনি? এর কোনও সন্তোষজনক জবাব না মেলায় ওই অভিজ্ঞ দ্বৈতাপতিকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করা হয়।

সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি গোটা বিশ্বের লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভাবাবেগে আঘাত করেছেন, তাঁকে সাসপেন্ড করে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করেন বিজেপি বিধায়ক।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X