ভারতীয়দের নিরাপত্তার লক্ষ্যে মহাকাশে ২৪ ঘন্টা নজরদারি চালাচ্ছে ১০ টি উপগ্রহ! জানালেন ISRO প্রধান

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO-র চেয়ারম্যান ডঃ ভি. নারায়ণন এবার একটি বড় তথ্য সামনে এনেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, দেশের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য ১০ টি উপগ্রহ ২৪ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছে। রবিবার মণিপুরের রাজধানী ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারত একটি “প্রাণবন্ত মহাকাশ শক্তি” হয়ে উঠছে এবং দেশের প্রথম মহাকাশ স্টেশন ২০৪০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হবে।

কী জানিয়েছেন ISRO প্রধান:

ISRO প্রধান বলেন, “বর্তমানে ভারত থেকে ৩৪ টি দেশের ৪৩৩ টি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং তাদের কক্ষপথে স্থাপন করা হয়েছে। আমি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে আজ দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত উদ্দেশ্যে ১০ টি উপগ্রহ ২৪ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”

ISRO chief Dr V. Narayanan recent update.

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার পটভূমিতে তাঁর এই মন্তব্য সামনে এসেছে। পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার জবাবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার লক্ষ্যে গত ৭ মে সকালে ভারত “অপারেশন সিঁদুর” অভিযান সম্পন্ন করে। ওই অভিযান সফলও হয়।

আরও পড়ুন: বড় পরিবর্তন! ইডেনের পরিবর্তে এই স্টেডিয়ামে হতে পারে IPL-এর ফাইনাল, সামনে এল রিপোর্ট

ডঃ নারায়ণন বলেন, “দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের স্যাটেলাইট ব্যবহার করতে হবে। আমাদের ৭,০০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা পর্যবেক্ষণ করতে হবে। সমগ্র উত্তর ভারতকে আমাদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। স্যাটেলাইট এবং ড্রোন প্রযুক্তি ছাড়া এই কাজ সম্ভব নয়।”

আরও পড়ুন: “269 signing off”, অবশেষে “বিরাট” সিদ্ধান্ত কোহলির! টেস্ট ক্রিকেট থেকে নিলেন অবসর

তিনি আরও জানান যে, ISRO জি-২০ দেশগুলির জন্য একটি বিশেষ উপগ্রহ তৈরি করছে। যার লক্ষ্য হল জলবায়ু, বায়ু দূষণ এবং আবহাওয়া পর্যবেক্ষণ করা।এর পাশাপাশি ISRO প্রধান স্বাধীনতার পর থেকে দেশের অগ্রগতিকে “অনন্য এবং উল্লেখযোগ্য” বলেও অভিহিত করেছেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X