পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই! ভারত-পাকিস্তান সংঘাতের আবহেই বড় দাবি দিলীপের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার বিকেল ৫টা থেকে ভারত-পাকিস্তানের (India Pakistan) মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। তারপরেও পাকিস্তান সেই বিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ। এই আবহে সোমবার দুপুর ১২টা নাগাদ দুই দেশের ডিজিএমওদের বৈঠক হওয়ার কথা। তার আগেই এই নিয়ে মুখ খোলেন বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পাক অধিকৃত কাশ্মীর নিয়েও বড় দাবি করেন তিনি।

ভারত-পাক সংঘাতের আবহে কী বললেন দিলীপ (Dilip Ghosh)?

সোমবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসেছিলেন বিজেপি নেতা। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানকে একহাত নেন তিনি। বলেন, ‘পাকিস্তান চুক্তি ভঙ্গ করবে, এটা নতুন নয়। ওরা সিমলা থেকে শুরু করে সব চুক্তিই লঙ্ঘন করেছে। ওদের বিশ্বাস করা ঠিক না। যোগ্যতার সঙ্গে ভারত উত্তর দিয়েছে। তুরস্কের ড্রোন ব্যবহার করে ইউক্রেন রাশিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। আমাদের সেনা ওই ড্রোন মাঝপথেই ধ্বংস করে নামিয়েছে। আমরা কী করতে পারি সেটা দেখিয়ে দিয়েছি’।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, যুদ্ধ নিয়ে দু’টি ভিন্ন মতামত রয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা এই বিষয়ের ভারপ্রাপ্ত বিশেষজ্ঞরা মাথায় রেখেছেন। তার ওপর ভিত্তি করেই আজ আলোচনা হবে।

আরও পড়ুনঃ ‘সনাতনী সম্প্রদায় খুশি হবে’! দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে থাকা পুরীর দ্বৈতাপতিকে সাসপেন্ড নিয়ে বললেন শুভেন্দু

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে পাক অধিকৃত কাশ্মীর (POK) ছিনিয়ে নেওয়ার দাবি তুলছে নানান মহল। এই বিষয়েও এদিন প্রশ্ন করা হয় দিলীপকে। তিনি বলেন, ‘দেশে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। পাকিস্তানকে শিক্ষা দিতে দেশ তৈরি ছিল। মাঝপথে যুদ্ধ থেমেছে। নিশ্চয়ই সরকার এটা নিয়ে পরে কিছু বলবে। জনগণ এখনও চায় বাঁশ থাকবে না, বাঁশিও বাজবে না। এই ধরণের পদক্ষেপ নেওয়া উচিত। আজ না হোক কাল পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের দখলে আসবেই’।

BJP leader Dilip Ghosh talks to RSS leaders

মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বলেন, যুদ্ধ হলে আর্থিক মন্দা দেখা দেয়, প্রভাব পড়ে বাজারের ওপর। সেই কারণে বড় বড় দেশ চাইবে না যুদ্ধ হোক। ‘বিভিন্ন দেশের যুদ্ধের ফলে ইউরোপ, আমেরিকা অর্থনৈতিকভাবে ধাক্কা খেয়েছে। ভারতের মতো বৃহৎ ও দায়িত্বশীল দেশ অনেক জিনিস বিবেচনা করে এগোচ্ছে। সেই কারণে আজকের বৈঠক ভীষণ গুরুত্বপূর্ণ’, বলেন তিনি।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্ক ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। অপারেশন সিঁদুরের পর পাল্টা আক্রমণে নামে পাকিস্তান। জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ‘বদলা’ নিতে ভারতের নানান শহরে আক্রমণের চেষ্টা চালায় তারা। সব হামলা ভেস্তে পাল্টা প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। আপাতত শনিবার থেকে যুদ্ধ বিরতি রয়েছে। এই আবহে বড় মন্তব্য করলেন দিলীপ (Dilip Ghosh)। আজ না হলে কাল, পাক অধিকৃত কাশ্মীর ভারতের দখলে আসবেই বলে দাবি করেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X