বাংলা হান্ট ডেস্কঃ গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরের দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্বোধন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। সম্প্রতি শোনা যায় দিঘায় জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যানবাহন এবং ভিড় নিয়ন্ত্রণে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের (Civic Volunteers) সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এবার সেই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হল।
নিয়োগ হবে শতাধিক সিভিক ভলান্টিয়ার | Civic Volunteers
দিঘার মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দিঘার জগন্নাথ মন্দিরে পর্যটকদের বেশ ভালো ভিড় হচ্ছে। যাতে সেই ভিড় সামাল দিতে কোনো সমস্যা না হয়, যাতে পূর্ণাথীরা ভালোভাবে মন্দির পরিদর্শন করতে পারে তার জন্যই এই সিভিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government)।
সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সাড়ে তিন দিনে ১০ লাখ পর্যটক সেখানে এসেছেন। ভিড় জমাচ্ছেন বিদেশি পর্যটকরাও। এই অবস্থায় মন্দির চত্বরের যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য সিভিকের প্রয়োজন রয়েছে। তাই একবারে ১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগের বড় সিদ্ধান্ত নিল রাজ্য।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=Ul336M0o1o0DGjxw
সিভিকের চাকরির জন্য আবেদনকারীরা দিঘা থানা এবং দিঘা মোহনা থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। আবেদনপত্র জমাও দিতে হবে সেখানেই। সময়, প্রত্যেকদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আরও পড়ুন: “পাকিস্তান প্রথম বলেনি যুদ্ধবিরতির কথা”, ভারতীয় সেনার বিরোধিতা করে পালটা দাবি পাকিস্তানের
জানানো হয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মে। মোট ১১৪টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। রাজ্য প্রশাসনের আশা এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে এর ফলে সাধারণ মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া সম্ভব হবে।