বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় বিনোদন জগতে দেশপ্রেম ভিত্তিক ছবির দর্শক প্রচুর। এই বিষয়ক অনেক ছবিই তৈরি হয়েছে যেগুলি প্রচুর দর্শক যেমন টেনেছে, তেমনি বক্স অফিসেও দেখিয়েছে লাভের মুখ। দর্শকদের রক্ত গরম করা এমন ছবি ছবি বলিউডে রয়েছে একাধিক। এমনকি ‘অপারেশন সিঁদুর’ নিয়েও নাকি সিনেমার জন্য নাম রেজিস্ট্রেশন করার ধুম পড়ে গিয়েছে। কিন্তু বাংলায় (Raj Chakraborty) ছবিটা ব্যতিক্রম কেন?
টলিউডে যুদ্ধের ছবি তৈরি সম্ভব নয় কেন জানালেন রাজ (Raj Chakraborty)
টলিউডে কার্যত হাতে গোনা দেশপ্রেমের ছবি রয়েছে। বর্তমান সময়ে সৃজিত মুখার্জির ‘গুমনামী’ এবং তারপর দেবের ‘বাঘা যতীন’ ছাড়া আর কোনো দেশপ্রেমের ছবি তৈরি হয়নি। এ বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তীকে (Raj Chakraborty) প্রশ্ন করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জবাব দেন, জাতীয় স্তরে বিষয়টা সহজ। কিন্তু বাংলাদেশকে যেহেতু মিত্র দেশ হিসেবেই দেখা হয়, তাই বাংলায় এমন ধরণের ছবি করা সম্ভব নয়।
জাতীয় স্তরে যুদ্ধের ছবি পাকিস্তান নিয়ে: রাজ (Raj Chakraborty) বলেন, প্যান ইন্ডিয়াতে যুদ্ধ নিয়ে ছবি তৈরি করা সহজ। কারণ সেইসব ছবির অধিকাংশটাই পাকিস্তানকে নিয়ে। আর বাংলায় যুদ্ধের ছবি একমাত্র প্রাসঙ্গিক হতে পারে মুক্তিযুদ্ধ। এছাড়া বাংলায় যুদ্ধ নিয়ে ছবি তৈরি করার বিষয় কম। দেশভাগের আগের সময়টা যুদ্ধ নয়।
আরো পড়ুন : শোনা যায়নি গুলির শব্দ, হয়নি ব্ল্যাক আউটও! সংঘর্ষ বিরতির পর রবিবার রাতে কেমন ছিল কাশ্মীরের পরিস্থিতি?
বাংলাদেশ নিয়ে কী বললেন রাজ: এরপরেই পরিচালক বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের বরাবর সুসম্পর্ক থেকেছে। তাই পরিস্থিতির নিরিখে বিচার করলেও এটা কখনোই দেখানো যাবে না যে পড়শি দেশের সঙ্গে ছোটখাটো হলেও একটা বিবাদ চলছে। ভবিষ্যতে হয়তো সেটা ঠিকও হয়ে যাবে। কিন্তু জাতীয় স্তরে পাকিস্তান নিয়ে দ্বন্দ্বমূলক ছবি তৈরি করা যায়। সেগুলি অধিকাংশই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। কিন্তু বাংলায় এমন সুযোগ কম।’
আরো পড়ুন : “পাকিস্তান প্রথম বলেনি যুদ্ধবিরতির কথা”, ভারতীয় সেনার বিরোধিতা করে পালটা দাবি পাকিস্তানের
বাংলায় যুদ্ধের ছবির বিষয়ে রাজ (Raj Chakraborty) বলেন, এখানে যুদ্ধের ছবি করতে গেলে নির্দিষ্ট কিছু একটা ধরে করতে হবে। বাংলাদেশকে মিত্র দেশ হিসেবে, ভালো দিকটাই দেখা হয়েছে। তাই এখানে যুদ্ধের ছবি তৈরি করা সম্ভব নয়। তাঁর কথায়, টলিউডে আঞ্চলিক ছবি বানানো হয়। পরিবেশ এবং চারপাশটা মাথায় রেখেই বানাতে হবে ছবি। অন্যদিকে জাতীয় স্তরে একটা ছবিকে অনেক রকম ভাবে ছোঁয়া যায়। কিন্তু আঞ্চলিক ছবির ক্ষেত্রে সেটা সম্ভব নয়।