তীব্র গরমের মধ্যেই ধেয়ে আসছে ‘সুপার সাইক্লোন’? ল্যান্ডফল কবে? আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দাবদাহ গরমে পুড়ছে বাংলা। হু হু করে বাড়ছে তাপমাত্রা (South Bengal Weather)। বৈশাখী দহনে নাজেহাল প্রত্যেকে। এই আবহেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone)? হাওয়া অফিসের পূর্বাভাস থেকে তেমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের দাবি, এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি। শ্রীলঙ্কা এই নামকরণ করেছে (Weather Update)।

আয়লা, আমফানের পুনরাবৃত্তি? (South Bengal Weather)

বিগত কয়েক বছরে বাংলার বুকে একাধিক ঝড় আছড়ে পড়েছে। আয়লা, আমফান থেকে ফণী, ইয়াস, মে মাস নাগাদই বহু ঘূর্ণিঝড় এই রাজ্যে তাণ্ডব চালিয়েছে। চলতি বছরের মে মাসেও কি এর পুনরাবৃত্তি হবে? হাওয়া অফিসের পূর্বাভাস তেমনটাই জানান দিচ্ছে।

ওপার বাংলার একটি প্রথম সারির সংবাদমাধ্যমের দাবি, এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি। তবে আঞ্চলিক হাওয়া অফিসের (RMC) তরফ থেকে এই ঝড়ের জন্য কোনও আগাম সতর্কতা জারি করা হয়নি। তাদের পূর্বাভাস, আগামী ১৬-২২ মে’র মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বিগত কয়েক বছরের ট্রেন্ডের দিকে নজর রেখে বিশেষজ্ঞদের অনুমান, এবারের ঘূর্ণাবর্তটিও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে।

আরও পড়ুনঃ আরও স্পষ্ট হল জঙ্গি যোগ! মার্কিন যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা জঙ্গিকে ‘সাধারণ নাগরিক’ বলল পাকিস্তান

হাওয়া অফিস এই বিষয়ে জানাচ্ছে, ঘূর্ণাবর্তটি আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কিনা সেটা আগে থেকে বলা যায় না। আগামী ৩-৪ দিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হল, বছর বছর মে মাসেই কেন ঘূর্ণিঝড় ধেয়ে আসে? সেই উত্তরও দিয়েছেন বিশেষজ্ঞরা।

south bengal weather

এর অন্যতম কারণ হল এই সময়ে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি। সাইক্লোন সিজন ও জলীয় বাষ্প যুক্ত পূবালী হাওয়া, এসবের জেরেই মে মাসে  নানান ঘূর্ণিঝড় ধেয়ে আসে বলে খবর। এবারও এমনটাই হয় কিনা সেদিকে নজর থাকবে সকলের।

অন্যদিকে বাংলার আবহাওয়ার কথা বলা হলে, আজ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা রয়েছে (South Bengal Weather)। ঝড়বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে। সেই সঙ্গেই উত্তরবঙ্গ জুড়েও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X