নিজেদের সর্বনাশের জন্য পাকিস্তানই দায়ী, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে স্পষ্ট জবাব ভারতীয় সেনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ব্যাকফুটে থেকেও পাকিস্তানের সেনা যখন ক্রমাগত ভুয়ো প্রচার চালিয়ে যাচ্ছে ভারত (India-Pakistan) তথা ভারতীয় সেনার বিরুদ্ধে, তখনই সমস্ত তথ্যপ্রমাণ সহ পাকিস্তানের জারিজুরি আবারও ফাঁস করে দিল ভারতীয় সেনা। সোমবারের সাংবাদিক বৈঠকে ভারতীয় DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই আবারো স্পষ্ট করে দিলেন, ভারতের কোনো সেনাঘাঁটিই স্পর্শ করতে পারেনি পাকিস্তান। ওদের যা যা ক্ষতি হয়েছে সব নিজেদের পাপেই হয়েছে।

পাকিস্তানি সেনার দাবির পালটা দিল ভারতীয় (India-Pakistan) সেনা

এদিনের বৈঠকে ভারতীয় (India-Pakistan) সেনার তরফে জানানো হয়, ভারতের লড়াই সন্ত্রাসবাদের সঙ্গে, পাক সেনার সঙ্গে নয়। এর আগে রবিবার পাকিস্তানি সেনার তরফে দাবি করা হয়েছিল, ভারতের হামলায় পাকিস্থানে সাধারণ নাগরিকদের প্রাণ গিয়েছে। পালটা এদিন ভারতীয় (India-Pakistan) সেনা আবারো জানায়, ৭ ই মে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই হামলা করা হয়েছিল। কিন্তু পাকিস্তানি সেনা তাদের হয়েই লড়াই করছে। তার যোগ্য জবাব দিয়েছে ভারত।

India-Pakistan press conference on operation sindoor

ভারতীয় সেনাঘাঁটি অক্ষত: ভারতের (India-Pakistan) DGMO বলেন, কোনো না কোনো স্তরে রাতে হামলা প্রতিরোধ করা যায় তেমন ভাবেই তৈরি করা হয়েছিল প্রতিরক্ষা ব্যবস্থা। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এখনো অক্ষত। এই সিস্টেমের জেরেই কুপোকাত হয়েছে পাকিস্তান। ভারতের (India-Pakistan) এয়ার ডিফেন্স সিস্টেম কীভাবে পাকিস্তানের হামলা রুখে দিয়েছে তা ছবি, ভিডিওর মাধ্যমে দেখিয়েছে ভারতীয় সেনা।

আরো পড়ুন : “পাকিস্তান প্রথম বলেনি যুদ্ধবিরতির কথা”, ভারতীয় সেনার বিরোধিতা করে পালটা দাবি পাকিস্তানের

প্রমাণ দিয়ে দেন ডিজিএমও: এদিনের বৈঠকে দেখানো হয়, চিনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলা চালায় পাকিস্তান। সেগুলির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দূরপাল্লার রকেটও ভারতীয় (India-Pakistan) এয়ার ডিফেন্স মাঝ আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে। DGMO জানান, বহুস্তরীয় সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে ভারতের তরফে। সেখানে পাকিস্তান আটকাতে বাধ্য।

আরো পড়ুন : বাংলাদেশকে ‘মিত্র দেশ’ হিসেবেই দেখা হয়, বর্তমান পরিস্থিতিতেও তাই টলিউডে যুদ্ধের ছবি তৈরি সম্ভব নয়: রাজ চক্রবর্তী

এয়ার মার্শাল এ কে ভারতীও জানান, সীমান্তের এপার থেকে সব হামলা চালিয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনা পাক বিমানের হামলা আটকে দিয়েছে। সীমান্তে বিএসএফেরও প্রশংসা করেন DGMO রাজীব ঘাই। উল্লেখ্য, অপারেশন সিঁদুরে পাকিস্তান যা হারিয়েছে তা সম্পূর্ণ নিজের দোষে। প্রায় ১০০-র উপরও জঙ্গি নিকেশ করেছে ভারতীয় সেনা। শেষমেষ শনিবার ভারতের DGMO কে ফোন করে সংঘর্ষ বিরতির জন্য আর্জী জানায় পাকিস্তান।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X