বাংলা হান্ট ডেস্কঃ বাসে চেপে নিত্যদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। বিগত কয়েক বছরে বাসের (Bus) অনেক উন্নতি সাধন হয়েছে। ফলে আগের তুলনায় আরামদায়ক হয়েছে বাস যাত্রা। এবার সেটাকে আরও উন্নত করতে উদ্যোগী রাজ্য পরিবহণ দফতর (West Bengal Transport Department)। ইতিমধ্যেই আনা হয়েছে বেশ কিছু বিধি। যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাস নিয়ে একাধিক বিধি আনল পরিবহণ দফতর (West Bengal Transport Department)
নতুন নির্দেশিকা অনুযায়ী, বাসগুলিকে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার আগে এই শর্তগুলি পূরণ করতে হবে। এগুলি না মানা হলে, ফিটনেস সার্টিফিকেট মিলবে না। যদিও বর্তমানে যে বাসগুলি রাস্তায় চলাচল করে তারা কতখানি এই নিয়ম মানবে তা নিয়ে সন্দিহান অনেকে। তবে নয়া বিধিগুলির অনুসরণ করা হলে যাত্রীদের অনেকখানি সুবিধা হবে। এখন প্রশ্ন হল নতুন বিধিতে কী কী বলা হয়েছে?
বাসের সিট থেকে দরজা, একাধিক বিষয়ে এখানে বলা হয়েছে। ঠিক করা হয়েছে, ৩৮ বর্গসেন্টিমিটারের মধ্যে প্রত্যেক বাস যাত্রীর বসার জায়গা নির্দিষ্ট করতে হবে। সেই সঙ্গেই পরপর দু’টি সিটের মধ্যে কতখানি ফারাক থাকবে সেটাও এই নির্দেশিকায় বলা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলার পর নজরে অসম! ৫টি আসনে জয়ী তৃণমূল, অভিষেক লিখলেন, ‘এটাই শুরু’
অনেক সময় দেখা যায়, বাসের পা দানি অনেক উঁচুতে। ফলে প্রবীণ নাগরিকদের বহু সময় সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষত যাদের হাঁটুর সমস্যা রয়েছে তাঁদের খুবই কষ্ট হয়। নয়া নিয়ম বলছে, বাসের সিঁড়ির মাপ মাটি থেকে ২৫-৪৩ সেন্টিমিটারের মধ্যে হতে হবে। দরজার ক্ষেত্রে বলা হয়েছে, ৫৩ সেমি রাখতেই হবে।
এছাড়া বলা হয়েছে, বাসে আপৎকালীন দরজা রাখতে হবে না। তবে ওঠানামার জন্য একটি হাতল রাখতে হবে। ফলে বাসে ওঠানামা করতে যাত্রীদের সুবিধা হবে।
জানা যাচ্ছে, সরকারি, বেসরকারি বাসের পাশাপাশি মিনিবাস, স্কুলের পুলকার ও যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত নানান পরিবহণের সঙ্গে নয়া ব্যবস্থা যুক্ত হচ্ছে। পরিবহণ দফতরের এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, রোজ হাজার হাজার মানুষ বাসে চেপে নিজেদের গন্তব্যে পৌঁছন। বিগত কয়েক বছরে বাস যাত্রা অনেকটাই আরামদায়ক হয়েছে। এবার সেটিকে আরও উন্নত করে তুলতে উদ্যোগী পরিবহণ দফতর (West Bengal Transport Department)। সেই কারণেই আনা হয়েছে একগুচ্ছ বিধি। এগুলি যদি বাস্তবায়িত হয়, তাহলে রাজ্যের বাস যাত্রা আরও আরামদায়ক হবে বলে মনে করছেন অনেকে।