বাংলা হান্ট ডেস্কঃ দিনের পর দিন ডিএ ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তবে সুরাহা হয়নি এখনও। গত আড়াই বছর ধরে প্রায় ১৭ বার ডিএ (Dearness Allowance) মামলাটির শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। আগামী বুধবার (১৪ মে) সর্বোচ্চ আদালতে ডিএ মামলা (DA Case) উঠবে বলে জানানো হয়েছিল। আগামীকাল মামলা উঠবে সুপ্রিম কোর্টে? দেখা দিচ্ছে অনিশ্চয়তা।
বুধে মামলা উঠবে সুপ্রিম কোর্টে? Dearness Allowance
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, রাজ্যের ডিএ বা মহার্ঘ ভাতার মামলার ফের এজলাস বদল হয়েছে। নতুন বেঞ্চে গিয়েছে ডিএ মামলা। এবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। কজলিস্টে অনুযায়ী শীর্ষ আদালতের ১৫ নম্বর কক্ষে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে। সিরিয়াল নম্বর ৪০ এ রয়েছে মামলাটি।
উল্লেখ্য, নতুন বেঞ্চে ডিএ মামলা তালিকার প্রায় শেষে রয়েছে। যদি ক্রমতালিকা মেনে শুনানি হয় তাহলে ফের ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় সম্ভাবনা রয়েই যাচ্ছে। মামলাটি ৫ নম্বর কোর্ট থেকে ১৫ নম্বর কোর্টে পাঠানো হয়েছে। এক্ষেত্রে এদিনও মামলার শুনানি হবে কী না সেই নিয়ে অনিশ্চয়তা রয়েছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে।
এই নিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘‘আশা রাখছি ওই দিন শুনানি হবে। এর আগে পূর্ণাঙ্গ শুনানির জন্য বার বার সময় নেওয়া হয়েছে। গত শুনানির দিন পিছিয়ে যাওয়া নিয়ে আমরা বিরোধিতা করি। সেই সুপ্রিম কোর্ট আমাদের আবেদন শুনেছে। ফলে আবার মামলা পিছিয়ে যেতে পারে এমনটা এখনই মনে করছি না।’’
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs
আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শুধুমাত্র এজলাস পরিবর্তন হয়েছে। আগের বেঞ্চে বিচারপতি করোল ছিলেন। এই বেঞ্চেও তিনি রয়েছেন। ” ১৪ মে দুপুরে শুনানি হবে বলে আশাবাদী তিনি। এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিএ মামলাটি শোনার কথা আছে। সেই মামলা শোনার জন্য মোটামুটি ৫৫ মিনিট মতো সময় থাকবে।
আরও পড়ুন: পরপর দু রাত ‘শান্ত’ কাশ্মীর, সংঘর্ষ বিরতিতেই রাজি পাকিস্তান, কী আলোচনা হল DGMO বৈঠকে?
ব্যাখ্যা দিয়ে বলেন, দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত একটি স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি কারোল। তাই অনুমান করা হচ্ছে এই মামলার জন্য ৫৫ মিনিট পর্যন্ত সময় থাকবে। আগামী শুনানিতে এই মামলার ফয়সালা হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।