বাংলা হান্ট ডেস্কঃ গতবারও শুনানি হয়। আজ বুধবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা মামলাটি (DA Case) সুপ্রিম কোর্টে উঠতে চলেছে । সেই দিকে এখন নজর সকলের। গত আড়াই বছর ধরে প্রায় ১৭ বার ডিএ (Dearness Allowance) মামলাটির শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার কখন মামলা উঠতে পারে সুপ্রিম কোর্টে? জানুন।
বুধে কখন মামলা উঠবে? Dearness Allowance
আজ দুপুর ২টো নাগাদ রাজ্যের ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠবে। কজলিস্টে অনুযায়ী শীর্ষ আদালতের ১৫ নম্বর কক্ষে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি রয়েছে। সিরিয়াল নম্বর ৪০ এ রয়েছে মামলাটি।
এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। এদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বুধবার দুপুর দুটোয় বকেয়া ডিএ মামলাটি শোনার কথা আছে। সেই মামলা শোনার জন্য মোটামুটি ৫৫ মিনিট মতো সময় থাকবে।
সেই মতো আজ শুনানি শুরু হয় কি না সেটাই দেখার।
আরও পড়ুন:১৯ তারিখ ডেডলাইন! দিঘার জগন্নাথ মন্দির নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বড় নির্দেশ আদালতের
৫৫ মিনিটের ব্যাখ্যা দিয়ে সম্প্রতি মলয় মুখোপাধ্যায় বলেন, দুপুর তিনটে থেকে বিকেল চারটে পর্যন্ত একটি স্পেশাল বেঞ্চে অন্য মামলা শুনবেন বিচারপতি কারোল। তাই অনুমান করা হচ্ছে এই মামলার জন্য ৫৫ মিনিট পর্যন্ত সময় থাকবে। আজকের শুনানিতে এই মামলার ফয়সালা হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs
আইনজীবী ফিরদৌস শামিমের বক্তব্য, ‘‘আশা রাখছি শুনানি হবে। এর আগে পূর্ণাঙ্গ শুনানির জন্য বার বার সময় নেওয়া হয়েছে। গত শুনানির দিন পিছিয়ে যাওয়া নিয়ে আমরা বিরোধিতা করি। সেই সুপ্রিম কোর্ট আমাদের আবেদন শুনেছে। ফলে আবার মামলা পিছিয়ে যেতে পারে এমনটা এখনই মনে করছি না।’’