বাংলা হান্ট ডেস্কঃ বৈশাখী দহনে পুড়ছে বাংলা। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভ্যাপসা গরমে নাজেহাল প্রত্যেকে। বিগত কয়েকদিন ধরে সন্ধ্যাবেলায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে তাতে গরম বিশেষ কমছে না। আগের দিন সন্ধ্যায় বৃষ্টি হলেও সকালে কষ্ট দিচ্ছে ঠাটাপোড়া রোদ! এই আবহে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। কালবৈশাখীর জেরে তাপমাত্রা কমতে পারে, জানাল হাওয়া অফিস (Weather Update)।
তীব্র গরমের মধ্যেই ঝড়বৃষ্টির পূর্বাভাস (South Bengal Weather)
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় যেমন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, তেমনই কিছু জেলা বৃষ্টিতে ভিজতে পারে। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে তাপপ্রবাহ চলবে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে আজও অস্বস্তিকর গরম থাকবে। আগামীকালও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের প্রত্যেকটি জেলাতেই হাঁসফাঁস গরম অনুভব হবে।
আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম, অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির (Rainfall Alert) সম্ভাবনাও রয়েছে। আগামীকাল রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে খবর। শুক্রবার আবার কালবৈশাখীও হতে পারে।
আরও পড়ুনঃ নোটবন্দি থেকে নির্বাচনী বন্ড! একাধিক মামলায় গুরুত্বপূর্ণ রায়! দেশের নতুন CJI-কে চেনেন?
হাওয়া অফিস সূত্রে খবর, দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে ঘণ্টায় ৬০-৭০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারের পর শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে বলে খবর।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal Weather) সকল জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দোসর হতে পারে ৩০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া।
বৈশাখ মাসের শুরু থেকেই দাবদাহ গরম দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও স্বস্তি মিলছে না। এই পরিস্থিতিতে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর ফলে তাপমাত্রার পারদ খানিকটা কমতে পারে বলে জানা যাচ্ছে।