ঢুকে পড়ল বর্ষা! শনিবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, আবহাওয়ার আগাম খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: কখনও তুমুল গরম, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়ার (Weather Update) খামখেয়ালিপনায় জেরবার সকলে। তাপমাত্রার গ্রাফ কখনও উঠছে কখনও নামছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে, আর ঝড়-বৃষ্টির সতর্কতা জারি উত্তরবঙ্গে। তবে এসবের মাঝে বর্ষা কবে আসবে? আপডেট জানুন।

বর্ষা নিয়ে বড় আপডেট (Weather Update)

আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান-নিকোবরে দীপপুঞ্জে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মে মাসের শেষেই তা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারে। কেরল হয়ে ছড়িয়ে পড়বে দেশের বাদ-বাকি অংশে। আশঙ্কা করা হচ্ছে জুনের শুরুতে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করবে বর্ষা। তারপর তার আরও এক দু’সপ্তাহ পর বাংলার দরজায় কড়া নাড়বে।

আরও পড়ুন: ‘সরকারের নির্দেশ মতো…’! হাঁসফাঁস গরমের মধ্যেই পানীয় জল নিয়ে বিরাট সিদ্ধান্ত পুরসভার!

মৌসম ভবন জানাচ্ছে, নির্ধারিত দিনের দিন পাঁচেক আগেই নিকোবরে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। গতকাল দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। সব কিছু ঠিকই থাকলে তিন চার দিনের মধ্যে মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর আন্দামান দ্বীপপুঞ্জে ঢুকে পড়বে। গতবার বর্ষা ঢুকতে বেশ কিছুটা দেরি হয়েছিল। এবার সেই লক্ষণ নেই বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ কিছুদিনেই বর্ষার আগমন।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/d-iyaf2OqE4?si=uQL68plRTWSevaJs

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather)

দক্ষিণবঙ্গে সমানে বাড়ছে তাপমাত্রা। একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির গন্ডি পেরিয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। বুধবার বিকেলের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে।

Rainfall storm in Kolkata South Bengal weather North Bengal West Bengal weather update

বৃহস্পতিবার থেকে বৃষ্টি শনিবারের মধ্যে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X