বাংলা হান্ট ডেস্ক: চিন সফরের সময়ে বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্ব অংশকে বিচ্ছিন্ন এবং স্থলবেষ্টিত বলে অভিহিত করেছিলেন। তবে, মোহাম্মদ ইউনূসের ওই সুরের পরিবর্তন এখন দৃশ্যমান। আসলে, ইউনূস চিন থেকে বিশাল বিনিয়োগ পাওয়ার উদ্দেশ্যে এই বিবৃতি দিয়েছিলেন।
অবশেষে সুর নরম বাংলাদেশের (Bangladesh):
তবে, ইউনূস এখন বাংলাদেশ (Bangladesh), নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে, (যা সেভেন সিস্টার স্টেটস নামে পরিচিত) একটি ইউনিফাইড ক্রস-বর্ডার ইকোনমিক ইন্টিগ্রেশন প্ল্যানে অন্তর্ভুক্ত করার পক্ষে সওয়াল করছেন। গত সোমবার (১২ মে) নেপাল দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় থাকা নেপালের প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সাথে দেখা করার পর মোহাম্মদ ইউনূস এই বিবৃতি দেন।
ইউনূস বলেন, “বাংলাদেশ (Bangladesh), নেপাল, ভুটান এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য একটি ইন্টিগ্রেটেড ইকনোমিক প্ল্যান থাকা উচিত। এতে একসাথে কাজ করে, আমরা একা যতটা লাভবান হতে পারি তার চেয়ে বেশি লাভবান হতে পারবো।”
আরও পড়ুন: ৫,০৫৫ দিন পর টিম ইন্ডিয়ায় ফের ঘটবে এই ঘটনা! জানলে হবে মন খারাপ
ইউনূস বাংলাদেশকে সমুদ্রের একমাত্র রক্ষক বলে অভিহিত করেছিলেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বাংলাদেশের (Bangladesh) প্রধান উপদেষ্টা চলতি বছরের মার্চ মাসে চিনের রাজধানী বেজিং সফরে গিয়েছিলেন। ওই সফরে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতার বর্ণনা দিয়েছিলেন। এছাড়াও, ইউনূস বাংলাদেশকে সমুদ্রের একমাত্র রক্ষক বলে অভিহিত করেন। আসলে এহেন বিবৃতি দিয়ে তিনি চিন থেকে বিশাল বিনিয়োগ পাওয়ার আশায় ছিলেন। ইউনূস বলেছিলেন, “বাংলাদেশ এই অঞ্চলে প্রবেশের দ্বার হয়ে উঠতে পারে। এই ভৌগোলিক অবস্থান চীনের জন্য অপরিসীম সম্ভাবনা প্রদান করে এবং অঞ্চলটি চিনা অর্থনীতির সম্প্রসারণেরও একটি কারণ হয়ে উঠতে পারে।”
আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে বড় পদ পেলেন “গোল্ডেন বয়” নীরজ চোপড়া! এবার সামলাবেন এই দায়িত্ব
এর পাশাপাশি ইউনূস জোর দিয়ে জানিয়েছিলেন, “বাংলাদেশ (Bangladesh) থেকে আপনারা যেকোনও জায়গায় যেতে পারেন। সমুদ্র আমাদের উঠোনে রয়েছে।” তবে, অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের পর, ইউনূসের সুর বদলে গেছে। শুধু তাই নয়, তিনি এবার ওই অঞ্চলের সমৃদ্ধির জন্য একটি সম্ভাব্য করিডোর হিসেবে উপস্থাপন করছেন। এছাড়াও, তিনি রিসোর্স শেয়ারিংয়ের বিষয়টিও উপস্থাপিত করেন।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: