অলিম্পিকে ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাতেও সোনা জিতবে ভারত! বড় সিদ্ধান্ত নিল BCCI

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতে ক্রীড়াক্ষেত্রে, সবথেকে বেশি আয় আসে ক্রিকেট থেকে। এই কারণেই ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তথা BCCI (Board of Control for Cricket in India) বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হিসেবে বিবেচিত হয়। তবে, বোর্ড এই টাকা সঠিকভাবে ব্যবহার করে। শুধু তাই নয়, BCCI খেলোয়াড়দের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং একই সাথে বোর্ড ভারতে ক্রিকেটের কাঠামোকেও শক্তিশালী করেছে। আর এইভাবেই তারা ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তবে, এবার BCCI অন্যান্য খেলাধূলাকেও সাহায্য করে অলিম্পিকে সর্বাধিক সোনা জয়ের স্বপ্ন পূরণের জন্য একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আরও ২ থেকে ৩ টি খেলা গ্রহণ করে সেগুলির জন্য ফান্ডিং করার কথা বিবেচনা করছে।

বড় পরিকল্পনা BCCI (Board of Control for Cricket in India)-এর:

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য প্রস্তুতি: এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ক্রীড়া মন্ত্রক দেশজুড়ে স্পোর্টস সেন্টার স্থাপনের পরিকল্পনা করছে। মন্ত্রকের এই পরিকল্পনায় BCCI (Board of Control for Cricket in India) আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয়ের সূত্র থেকে এই তথ্য পাওয়া গেছে। মূলত প্যারিস অলিম্পিকে ভারতের হতাশাজনক পারফরম্যান্সের পর, ভারত সরকার আরও ভালো ফলাফল নিশ্চিত করার জন্য তাদের প্রচেষ্টা তীব্র করেছে। এদিকে পরবর্তী অলিম্পিক ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে সম্পন্ন হবে। এই বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Board of Control for Cricket in India has taken big decision.

রিপোর্টে বলা হয়েছে যে BCCI (Board of Control for Cricket in India)-এর পাশাপাশি, বড় বড় কর্পোরেট হাউস এবং PSU-গুলি কিছু অলিম্পিক ট্রেনিং সেন্টারে ফান্ডিং করতে চায়। প্রতিটি সেন্টার একটি নির্দিষ্ট খেলাধূলার জন্য বরাদ্দ থাকবে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই দেশজুড়ে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-র ২৩ টি সেন্টার রয়েছে। কিন্তু সেগুলির মধ্যে, মাত্র ৩ টি সেন্টার রয়েছে যেগুলি শুধুমাত্র একটি খেলার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: চাকরিহারাদের অবস্থান মঞ্চে গেলেন শুভেন্দু! দিলেন নিঃশর্তভাবে পাশে থাকার প্রতিশ্রুতি

এমতাবস্থায়, ক্রীড়া মন্ত্রক এখন এমন অনেক সেন্টার তৈরির পরিকল্পনা করছে, যেখানে ১০০ থেকে ২০০ জন অ্যাথলিটকে চিহ্নিত করা হবে। তারপর ওই অ্যাথলিটরা এক অলিম্পিক থেকে অন্য অলিম্পিকের মধ্যে প্রশিক্ষণ নিতে পারবেন। ওই সেন্টারগুলিতে তাঁদের চাহিদা অনুসারে ট্রেনিং এবং রিহ্যাবের ব্যবস্থাও করা হবে। এদিকে, BCCI (Board of Control for Cricket in India)-এর এই প্রসঙ্গে দক্ষতা আছে। তারা সম্প্রতি একইভাবে একটি নতুন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করেছে।

আরও পড়ুন: “ওয়াটার স্ট্রাইক”-এর পর এবার বিদ্যুতের ঝটকা! পাকিস্তানকে জব্দ করতে বড় পরিকল্পনা ভারতের

ওড়িশার মতো সাফল্য চায় BCCI: প্রসঙ্গত উল্লেখ্য, ওড়িশা সরকারও একইভাবে হকি ইন্ডিয়ার সাথে সহযোগিতায় কাজ করেছিল। যার পরিপ্রেক্ষিতে গত কয়েক বছরে ভারতীয় হকি দলের ভাবমূর্তি বদলে গেছে। ওড়িশা কেবল আর্থিকভাবে সাহায্য করেনি, বরং খেলাধূলার জন্য পরিকাঠামোও তৈরি করেছে। ওড়িশাকে দেশের হকির রাজধানী বলা হয়ে থাকে। যার ফলাফল হল টোকিওর পর প্যারিস অলিম্পিকে ভারতীয় হকি দল পদক জিতেছে। BCCI (Board of Control for Cricket in India)-ও একই রকম সাফল্য চায়। রিপোর্ট অনুসারে, BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা সরকারের কাছ থেকে একটি অলিম্পিক ট্রেনিং সেন্টার তৈরিতে আগ্রহ দেখিয়েছেন। অর্থাৎ ক্রিকেটের মতোই, অন্যান্য খেলাধূলাতেও BCCI এবার আগ্রহ প্রকাশ করছে।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X