বাংলাহান্ট ডেস্ক : এ যেন ভূমিকম্পেরই (Earthquake) বছর। ২০২৫ শুরু হওয়ার পর থেকেই একের পর এক দেশ কেঁপে উঠছে ভূকম্পনে। কোথাও কোথাও তীব্র ভূমিকম্পে কার্যত ধ্বংসলীলা চলছে, কোথাও কোথাও আবার কম মাত্রা হলেও বেশ টের পাওয়া যাচ্ছে কম্পন। মায়ানমার থেকে শুরু করে সম্প্রতি পাকিস্তান, গ্রিস, ইন্দোনেশিয়ার পর এবার ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ড্রাগনের দেশও।
পাকিস্তানের পর কেঁপে (Earthquake) উঠল চিনের মাটিও
শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ ভূকম্পন অনুভূত হয় চিনে। জিনপিংয়ের দেশের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি কম্পন (Earthquake) অনুভূত হয়। তবে এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।
পরপর একাধিক দেশে কম্পন: চিনের আগেই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়। জাকার্তার সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭ টা ৫০ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন (Earthquake)। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা সমুদ্রপৃষ্ঠের ৫১৫ কিমি নীচে পাওয়া গিয়েছে। আসলে ইন্দোনেশিয়া অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ এর পাশে অবস্থিত হওয়ায় আর এখানে ১৩০ টি সক্রিয় আগ্নেয়গিরি থাকায় প্রায়ই ভূমিকম্প (Earthquake) হয় ইন্দোনেশিয়ায়।
আরো পড়ুন : আকাশতীরে কুপোকাত পাকিস্তান! ভারতের “আয়রন ডোম” কীভাবে রুখে দিল পাক সেনার চিনা মিসাইল?
এত ভূমিকম্পের কারণ কী: তার আগেই কেঁপে উঠেছিল গ্রিসের মাটি। ১৪ মে গভীর রাতে মাটি থেকে ৭৮ কিমি গভীরে ওই কম্পন অনুভূত হয় বলে জানা যাচ্ছে। এছাড়াও কম্পন (Earthquake) অনুভূত হয়েছিল কায়রো, ইজরায়েল, লেবানন, তুরস্ক, জর্ডনের মতো দেশগুলিতে। এথেন্স বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি লাইব্রেরি জানিয়েছে, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ১৮,৪০০ টি কম মাত্রার কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে।
আরও পড়ুন : সিনেমা-সিরিয়ালের পর প্রথমবার সিরিজে, ‘রাণী রাসমণি’র পর ফের শ্রীরামকৃষ্ণদেব হয়ে ফিরছেন সৌরভ
পাকিস্তানেও সাম্প্রতিক সময়ে বারংবার কেঁপে উঠেছে মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছিল, রিখটার স্কেলে প্রথম কম্পনটির মাত্রা ছিল ৪ এবং তার ২৪ ঘন্টা পরেই ফের ৪.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চল, খাইবার পাখতুনখোওয়া প্রদেশ সহ আফগানিস্তানের অনেকটা অংশও।