বাংলাহান্ট ডেস্ক : সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন দিশা দেখাতে চলেছে ভারত। বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ টেনে খুলে দিতে এক বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। পাকিস্তান কীভাবে সন্ত্রাসকে প্রত্যক্ষ মদত জুগিয়ে চলেছে তা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। আর এই দলেরই অংশ হতে এবার প্রস্তাব পাঠানো হল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে (Yusuf Pathan)। পাকিস্তানের জারিজুরি ফাঁস করার এই কর্মকাণ্ডে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান তৃণমূল সাংসদের উপরে ভরসা করছে কেন্দ্র।
পাকিস্তানের মুখোশ খুলতে ইউসুফ পাঠানে (Yusuf Pathan) ভরসা কেন্দ্রের
পহেলগাঁও হামলার পরেই প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে ভারত। সফল অভিযানে পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পালটা এই ঘটনার নিন্দা করে নিহত জঙ্গিদের শহিদের সম্মান দেওয়া থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে আবারও আঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। ভারত পাক সংঘর্ষ বিরতি হলেও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং পাকিস্তানের স্বরূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
আমন্ত্রণ গিয়েছে তৃণমূল সাংসদের কাছে: বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিনিধি দল পাঠাতে চলেছে ভারত। এই প্রতিনিধি দল গুলিতে থাকছেন শাসক এবং বিরোধী দলের সাংসদরা। মোট ৭ টি দল পাঠানো হতে পারে বলে সূত্রের খবর। এর মধ্যেই একটি প্রতিনিধি দলে থাকার জন্য আমন্ত্রণ পেয়েছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তাঁকে প্রস্তাব পাঠিয়েছেন বলে খবর। তৃণমূল সাংসদও নাকি সেই প্রস্তাব গ্রহণ করেছেন বলেই খবর। এবার দলীয় নেতৃত্বের তরফে সবুজ সংকেত পেলেই প্রতিনিধি দলে যোগ দেবেন ইউসুফ (Yusuf Pathan)।
আরো পড়ুন : স্থলবন্দর দিয়ে হবে না রপ্তানি, বাংলাদেশকে সরাসরি ‘বাণিজ্য-আঘাত’ ভারতের, বড় বিপাকে ইউনূস
কারা থাকছেন নেতৃত্বে: সূত্রের খবর বলছে, প্রতিনিধি দলগুলির নেতৃত্বে থাকবেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ, বিজয়ন্ত পান্ডা, ডিএমকের কানিমোঝি, এনসিপির সুপ্রিয়া সুলে, শিবসেনার একনাথ শিন্ডে, কংগ্রেসের শশী থারুর এবং জেডিইউয়ের সঞ্জয় ঝাঁ। জানা যাচ্ছে, সঞ্জয় ঝাঁ এর নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলে থাকতে চলেছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর এই পাঁচটি দেশে এই প্রতিনিধি দল যাবে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ মে রওনা হতে পারে দলটি।
আরো পড়ুন : অবশেষে প্রেমের স্বীকারোক্তি, ‘চিরদিনই তুমি যে আমার’এর প্রোমো দেখে আর্যর প্রশংসায় পঞ্চমুখ দর্শক
উল্লেখ্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দূরে সরিয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই প্রতিনিধি দল তৈরি করা হয়েছে, যেখানে শাসকের পাশাপাশি বিরোধীরাও রয়েছেন। উপরন্তু ভারতকে মুসলিম বিরোধী দেশ হিসেবে পাকিস্তানের দেখানোর চেষ্টাকে দুরমুশ করতেও ইউসুফ পাঠানের উপস্থিতি তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি সংখ্যালঘু মুখ হিসেবে হায়দ্রাবাদের মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসিও থাকছেন আরেকটি প্রতিনিধি দলে।