বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট (WB Assembly Elections)। ইতিমধ্যেই সংগঠন মজবুত করতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল। এবার যেমন হেভিওয়েট বিধানসভা কেন্দ্রে হাল ফেরাতে ‘টার্গেট’ বেঁধে দিলেন তৃণমূলের (Trinamool Congress) জেলা সভাপতি। গত পুরসভা ভোট বাদে একাধিক নির্বাচনে বাঁকুড়া শহর এলাকায় ধাক্কা খেয়েছে জোড়াফুল শিবির। জেলা সদরে দলের এই ফলাফল নিয়ে সম্প্রতি মুখ খোলেন বাঁকুড়া (Bankura) সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি তারাশঙ্কর রায়। খানিক আক্ষেপের সুর শোনা যায় তাঁর কণ্ঠে, সেই সঙ্গেই ‘টার্গেট’ বেঁধে দেন তিনি।
তৃণমূল (Trinamool Congress) নেতার হাল ফেরানোর ‘টনিক’! পাল্টা খোঁচা বিজেপির
বাঁকুড়া জেলায় বিধানসভা কেন্দ্রের সংখ্যা ১২টি। এর মধ্যে জেলা সদর আসনের রাজনৈতিক দিক থেকে গুরুত্ব সবচেয়ে বেশি। তবে একের পর এক ভোটে এই কেন্দ্রে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থীরা। ২০১৬ সালের ভোটে তৃণমূলকে হারিয়ে জিতেছিল বাম-কংগ্রেস জোট। একুশের নির্বাচনে আবার বাজিমাত করে বিজেপি।
সম্প্রতি বাঁকুড়ার তৃণমূল (TMC) ভবনে যুব তৃণমূলের তরফ থেকে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই নিয়ে মুখ খোলেন সদ্য জেলা সভাপতির দায়িত্ব পাওয়া তারাশঙ্কর। তিনি বলেন, ‘বাঁকুড়া জেলার মাথা বাঁকুড়া সদর। এখানেই সকল দফতরের জেলা কার্যালয়। নানান ব্লক থেকে এই সদর শহরে মানুষ আসেন। অথচ সেই কেন্দ্রই আমাদের হাতে নেই। এটা লজ্জার বিষয়। সেই জন্য ছাব্বিশের বিধানসভা ভোটের অন্যতম লক্ষ্য হবে এই আসন আমাদের পক্ষে ফেরানো’।
আরও পড়ুনঃ আগেরবার ‘বন্ধ’ করেছিল মাইক! এবার নীতি আয়োগের বৈঠকেই যাচ্ছেন না মমতা
আগামী বছরের ভোটের আগে কীভাবে ফের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা যায় সেই নিয়েও এদিন পরামর্শ দেন জেলা সভাপতি তারাশঙ্কর। দলের কর্মীদের নতুন করে জনসংযোগে জোর দিতে বলেন তিনি। এই নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি (BJP)।
পদ্ম শিবিরের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা চুরি ও দুর্নীতিতে সম্পূর্ণ ডুবে যাওয়ায় নেতৃত্বের কণ্ঠে এখন হতাশার সুর। শাসকদল যাই করুক না কেন ছাব্বিশের বিধানসভা ভোটে বাঁকুড়া জেলার প্রত্যেকটি আসনেই বিজেপি জিতবে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে টানা রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একুশের বিধানসভা নির্বাচনেও সবুজ ঝড়ে কার্যত বেসামাল হয়ে গিয়েছিল বিজেপি। কিন্তু তা সত্ত্বেও বাঁকুড়া সদর আসনে জয়ের মুখ দেখতে পারেনি জোড়াফুল শিবির। এবার সেই কেন্দ্রই নিজেদের পক্ষে ফেরানোর ‘টার্গেট’ বেঁধে দিলেন দলের নবনির্বাচিত জেলা সভাপতি।