বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections)। ফের শুরু হয়ে যাবে বাংলার মসনদ দখলের লড়াই। এখন থেকেই সেই নিয়ে ময়দানে নেমে পড়েছে শাসক, বিরোধী প্রত্যেকে। এই আবহে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে ‘বিশেষ দাওয়াই’য়ের আবেদন জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, ‘বাংলার পরিবেশ অন্য রকম, এখানে বিশেষ দাওয়াই লাগবে’।
কোন ‘বিশেষ দাওয়াই’য়ের কথা বলছেন শুভেন্দু (Suvendu Adhikari)?
অপারেশন সিঁদুরের সাফল্য ও ভারতীয় সেনার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে রবিবার ভাটপাড়ায় একটি মিছিল বের করেছিল বঙ্গ বিজেপি। সেখানে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপি নেতা তাপস রায়, কৌস্তভ বাগচি প্রমুখেরা। সেখান থেকেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তোলেন নন্দীগ্রামের বিধায়ক। সেই সঙ্গেই কমিশনের কাছে ‘বিশেষ দাওয়াই’য়ের আবেদন জানান তিনি।
শুভেন্দু বলেন, ‘পাঞ্জাবে কংগ্রেসের যা অবস্থা হয়েছে, বাংলায় যদি ভোট হয়, তাহলে তৃণমূলের সেই অবস্থা হবে’। এরপরেই তিনি দাবি করেন, রাজ্যে প্রায় ৬০-৭০ টি আসনে ভোটই হয় না। ‘নির্বাচন কমিশনকে বলব দু’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে নির্বাচন করাক’, বলেন বিজেপি (BJP) বিধায়ক।
আরও পড়ুনঃ হাসপাতালে বসেই দিয়েছেন অনুমোদন! রাজ্যপালের এক পদক্ষেপে আরও বিপদে পার্থ-মানিক?
এর পাশাপাশি কমিশনের কাছে ‘বিশেষ দাওয়াই’ দেওয়ার আর্জিও জানান রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর কথায়, ‘বাংলার পরিবেশ অন্য রকম, এখানে বিশেষ দাওয়াই লাগবে। সেই ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। ২০১১ সালে কমিশন নির্বাচন করিয়েছিল। সিপিএমের একটা গুন্ডাকেও বাড়ি থেকে বেরোতে দেয়নি। ওই রকম ভোট ফের হলে তৃণমূল কংগ্রেসের ফেরা কঠিন’।
উল্লেখ্য, ২০১১ সালের পর ২০১৬ ও ২০২১-এর বিধানসভা ভোটেও বাজিমাত করেছে তৃণমূল। কয়েক মাস পর ফের একবার বাংলার মসনদ দখলের লড়াই শুরু হবে। তার আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করানোর দাবি তুললেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেই সঙ্গেই তাঁর বক্তব্য, বাংলায় ভোট হলে তৃণমূল পরাজিত হবে।