বোরখা নিষিদ্ধ করতে আগ্রহী নয় পুলিশ

বাংলাহান্ট ডেস্ক: নেদারল্যান্ডসের নির্দিষ্ট কিছু স্থানে আইনত নিষিদ্ধ করা হয়েছে বোরখা। কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি নয় পুলিশ। নিয়ম অনুযায়ী স্কুল হাসপাতাল ও সরকারি স্থানে মাস্ক,হেলমেট বা বোরখা পরে ঢোকা নিষিদ্ধ। যদিও রাস্তায় চলাফেরার ক্ষেত্রে এরকম কোন নিয়ম নেই।

কেউ এই নিয়ম না মানলে প্রথমে তাকে তা খুলে ফেলো সুযোগ দেওয়া হবে। এই নিয়ম না মানলে ৪১৫ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

  1. Dutch ′burqa ban′ takes effect as police refuse to enforce it

এই নিয়ম বলবৎ করতে রীতিমত নাজেহাল হয়ে যাচ্ছে পুলিশ। আর এই নিয়ে চিন্তিত পরিবহণ দপ্তর। পরিবহন দপ্তরের এক মুখপাত্র বলেন,’পুলিশ আমাদের জানিয়েছে, বোরখা নিষেধাজ্ঞা তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। ‘ পুলিশ আপাতত পরিবহন দপ্তর এর কর্মীদের বলেছেন আপাতত অপরাধীদের বুঝিয়ে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু পুলিশের এ দায়সাড়া ভাব আবারও কি বিপদ ডেকে আনছে না? প্রশ্ন পরিবহন দপ্তরের।

নেদারল্যান্ডসের নির্দিষ্ট কিছু স্থানে আইনত নিষিদ্ধ করা হয়েছে বোরখা। কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি নয় পুলিশ। নিয়ম অনুযায়ী স্কুল হাসপাতাল ও সরকারি স্থানে মাস্ক,হেলমেট বা বোরখা পরে ঢোকা নিষিদ্ধ। যদিও রাস্তায় চলাফেরার ক্ষেত্রে এরকম কোন নিয়ম নেই।

কেউ এই নিয়ম না মানলে প্রথমে তাকে তা খুলে ফেলো সুযোগ দেওয়া হবে। এই নিয়ম না মানলে ৪১৫ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।

এই নিয়ম বলবৎ করতে রীতিমত নাজেহাল হয়ে যাচ্ছে পুলিশ। আর এই নিয়ে চিন্তিত পরিবহণ দপ্তর। পরিবহন দপ্তরের এক মুখপাত্র বলেন,’পুলিশ আমাদের জানিয়েছে, বোরখা নিষেধাজ্ঞা তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়। ‘ পুলিশ আপাতত পরিবহন দপ্তর এর কর্মীদের বলেছেন আপাতত অপরাধীদের বুঝিয়ে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু পুলিশের এ দায়সাড়া ভাব আবারও কি বিপদ ডেকে আনছে না? প্রশ্ন পরিবহন দপ্তরের।

ad

সম্পর্কিত খবর