বাংলা হান্ট ডেক্স:বলিউডে কিং খানের সন্তানরা কি করছে তা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক চর্চা হয়।শাহরুখের কন্যা সুহানা খান গ্ল্যামার দুনিয়ার ভোগ ইন্ডিয়া র হাত ধরে অভিষেক হয়েছে। সমালোচনার মধ্যেও পড়ে হয়েছিল তাকে।এবারে নিজ গুনে পর্দায় অভিনয় করবেন তিনি।
বলিউড নয় এক বিদেশি ছবিতে দেখা যাবে সুহানাকে। ছবির নাম ‘দ্য গ্রেট পার্টি অফ ব্লু’ এই সিনেমাটি তার এক সহপাঠীর তৈরি। পরিচালক থিওডেরই সম্প্রতি সেই পোস্টার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। বোধহয় সুহানা একটু পোক্ত হতে চান অভিনয়ের দিকে। তিনি থিয়েটার করে এবং শেক্সপিয়ার নাটকের তাকে দেখা গিয়েছিল।
এই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় দেবার পর অনেকেই সুহানকে শুভেচ্ছা বার্তা দেয়। সন্তানরা বাবার মতোই একই পথে হেঁটে চলেছে। ছেলে আরিয়ান খান গত মাসেই ‘দা লায়ন কিং’ মুসাফার সংলাপের শাহরুখের কন্ঠ এবং সিম্বার সংলাপের আরিয়ানের সংলাপের আরিয়ানের কন্ঠ শোনা গিয়েছিল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার