ফেসবুকে ভাইরাল গান থেকে মুম্বাই এর রিয়্যালিটি শো। বদলে গেল রানু মণ্ডলের জীবন।

 

 

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন আগে ফেসবুক এ ভাইরাল হয়ে ওঠেন তিনি। তিনি রানু দেবী। রানাঘাট স্টেশনে নিত্যযাত্রীদের আবদারে তিনি গাইতেন লতা মঙ্গেশকরের গান। অসাধারন তার গানের গলা।এভাবেই কেটে যাচ্ছিল তার জীবন। তারপর হঠাৎ একদিন জনৈক ব্যাক্তি তার গানের ভিডিও রেকর্ড করে ফেসবুক এ ছেড়ে দেয়।  ভাইরাল হল গানের সেই ভিডিয়ো। মানুষ খুঁজে নিলো তার সেই ট্যালেন্ট কে।

 

এর পরই বদলে গেল রানু মণ্ডলের জীবন।  রানাঘাটের কোকিলকণ্ঠী ভবঘুরে রানু মণ্ডল নিজগুণে এখন রীতিমতো দেশখ্যাত। কলকাতা, মুম্বই, কেরল এমনকি বাংলাদেশ থেকেও ডাক আসছে তাঁর। অনেক নামজাদা মানুষদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন। ইতিমধ্যেই নানা জায়গা থেকে গানের রেকর্ডংয়ের প্রস্তাব পাচ্ছেন রানুদেবী। মুম্বইয়ের একটি রিয়েলিটি শোতে গান গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন রানু। তাঁর যাতায়াতের খরচও অনুষ্ঠানের কর্মকর্তারা দেবেন।পার্লারে গিয়ে ভোল পাল্টে তিনি যেন এখন এক অন্য মানুষ।রানুর সেই বদলে যাওয়া চেহারার ছবিও ইতিমধ্যে ভাইরাল হয় ফেসবুক এ।কিন্তু কোনও পরিচয়পত্র না থাকায় তাঁকে নিয়ে যাওয়ার সমস্যা দেখা দিয়েছে।

তবে এখনও যে মানুষ খুঁজে বের করে নিতে জানে শিল্পী কে, চাপা থাকেনা ট্যালেন্ট, তা আবারও প্রমাণ করলো ভারতের নেটিজেন রা।

সম্পর্কিত খবর