জমি নিয়ে বচসা। প্রৌঢ় র পুরুষাঙ্গ কেটে দিল প্রতিবেশী।

 

বাংলা হান্ট ডেস্ক: জমি নিয়ে বচসা র জেরে তার মধ্যরাতে ঘরে ঢুকে বছর ৫০ এর প্রৌঢ় বনমালি হালদার এর  পুরুষাঙ্গ কেটে খুন করল প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার হোমরা পলতা গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী পলাতক।জীবনতলা থানা র পুলিশ ঘটনার তল্লাশি করছে।

 

স্ত্রীর বয়ান অনুযায়ী, রাতে ঘরে শুয়েছিলেন বনমালি। অভিযুক্ত প্রতিবেশী বাড়ির পিছন থেকে ঘরে ঢুকে তাঁর পাশ থেকে ঘুমন্ত অবস্থায় বনমালিকে টেনে অন্য ঘরে নিয়ে যায়। পাশের ঘরে ধারালো অস্ত্র দিয়ে বনমালির গোপনাঙ্গ কেটে দেয় সে। লোক জরো হওয়ার আগেই পালিয়ে যায় প্রতিবেশী।রক্তাক্ত অবস্থায় বনমালিকে উদ্ধার করে খুচিতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য জীবনতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

সম্পর্কিত খবর