মুদিয়ালি ক্লাবের দুর্গাপুজোর সূত্র ধরে সাত বছর পরে ফিরলো হারানো ছেলে।

 

 

বাংলা হান্ট ডেস্ক:  দীর্ঘ সাত বছর পর মুদিয়ালির দুর্গাপুজোর সৌজন্যে  সুদূর কেরল থেকে খবর মিলল মুদিয়ালির কাবারিয়া পরিবারের নিখোঁজ ছেলে কালু কাবারিয়ার (২৮)।

 

 

সূত্র থেকে জানা যায়, কিছুদিন আগেই কেরলের রাস্তায় তাকে মানসিক ভারসাম্যহীন ইতস্তত ঘুরে বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। তবে মুদিয়ালির দুর্গাপুজোর কথা ছাড়া আর কোনও কথাই স্মরণে ছিল না তাঁর। এই একটি সূত্র ধরেই যুবকের ঠিকানা খুঁজতে শুরু করেন উদ্ধারকারিরা। ইন্টারনেট ঘেঁটে দক্ষিণ কলকাতার মুদিয়ালি দুর্গাপুজো কমিটির খোঁজ পান তাঁরা। তারপর ফোনে যোগাযোগ করে কমিটি মেম্বারদের সাথে। তারপরে তার ছবি কলকাতায় পাঠানো হয় তার ছবি। সেই ছবি পেয়ে ক্লাব কর্তারা খোঁজ শুরু করলে অবশেষে স্থানীয় গুজরাটি বসতি থেকে খোঁজ মেলে কালুর পরিবারের। ইতিমধ্যেই তাকে ফিরিয়ে আনতে রওনা দিয়েছে তার পরিবার।

কেরল থেকে কালুকে ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থাই করেছে মুদিয়ালির ক্লাব কর্তৃপক্ষ।

 

সম্পর্কিত খবর