স্বাধীনতা দিবসের আগে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার বীরভূমে,সাফল্যে বীরভূম পুলিশ

Published On:

সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ স্বাধীনতা দিবসের আগে মঙ্গলবার প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করলো বীরভূম পুলিশ। ঘটনাস্থল বীরভূমের মুরারই থানার পলশা মোড় এলাকায়।

ছবিঃ উদ্ধার হওয়া বিস্ফোরক। 

স্থানীয় সূত্রে জানা গেছে যে,মুরারই থানার পলশা মোড় সংলগ্ন থেকে বিস্ফোরক গুলি উদ্ধার করা হয়।ঝাড়খণ্ড থেকে একটি ট্রাক্টরে করে ওই বিস্ফোরক গুলি পাচার করা হচ্ছিল। এই বিষয়টি গোপন সূত্রে খবর পায় বীরভূম পুলিশ।পরে পুলিশের একটি টিম পলশা মোড়ের কাছে নাকা চেকিং শুরু করে। পুলিশের এই নাকা চেকিং করার সময় উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিস্ফোরক।

ছবিঃ এই ট্রাক্টরে করেই নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক। 

পুলিশ সূত্রে জানা গেছে,উদ্ধার ওই বিস্ফোরক গুলির মধ্যে রয়েছে প্রায় আড়াই হাজার জিলেটিন স্টিক। ঘটনার সময় ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

X