বাংলাহান্ট ডেস্ক: এর আগে ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কাশ্মীরকে সংহতি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই উদ্দেশ্যেই বুধবার কাশ্মীর সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার মোজাফফরবাদে ভাষণ দেবেন। ভারত কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করে বিশেষ স্বাধীনতা বাতিল করার পর পাকিস্তান ১৪ ই আগস্ট কাশ্মীর সংহতি দিবস পালন করবেন বলে সিদ্ধান্ত নেন।
কাশ্মীরের স্বাধীনতা বাতিল করার সিদ্ধান্তকে পাকিস্তানের আগে একতরফা সিদ্ধান্ত বলে দাবি করেছেন। পাকিস্তান ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ভঙ্গ করেছেন। ভঙ্গ করেছেন কূটনৈতিক সম্পর্ক। ভারতের বারবার বিরোধিতা করছে পাকিস্তান সরকার। এবার পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন তারা কি বার্তা দেয় সেটাই দেখার।