বাংলা হান্ট ডেস্ক : আবারো খবরের হেডলাইনে জোম্যাটো, কিন্তু এবার কোনো অভিযোগ নিয়ে নয়,
খাবার ডেলিভারির সাথে সাথে গ্রাহককেও বাড়ি পৌঁছে দেওয়ার ঘটনা নিয়ে। ঘটনা টি হায়দ্রাবাদের। গ্রাহককে খাবার সমেত বাড়ি পৌঁছে দিল জোম্যাটো ডেলিভারি বয়, তাও সম্পূর্ণ বিনামূল্যে ৷
বিপদের দিনে জোম্যাটোই বাঁচালেন ওবেশ কোমিরিসেট্টি কে। সম্প্রতি হায়দরাবাদের বাসিন্দা ওবেশ নরবিট মলে গিয়েছিলেন ৷ বেরোতে বেরোতে ঘড়ির কাঁটায় তখন ১১.৫০ বাজে। বাইরে এসে না পাচ্ছিল কোনও বাস না কোনও অটো ৷ অন্যদিকে, ক্যাবের ভাড়াও আকাশ ছোঁয়া ৷ হঠাৎ মাথায় আসে বুদ্ধি ৷ ওখানে দাঁড়িয়েই জোম্যাটো ফুড অ্যাপে অর্ডার দেন খাবার ৷ ডেলিভারি বয় আসার পর তাকে সব বুঝিয়ে বললে, সে তাকে বাড়ি পৌঁছে দেন।
এমন বুদ্ধি খাটিয়ে জোম্যাটের ডেলিভারি বয়ের বাইকে চেপে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সে হিরো৷ ওবেশ জানিয়েছেন, এর জন্য আলাদা কোনও চার্জও নেননি জোম্যাটো ডেলিভারি বয় ৷ এই অভিজ্ঞতার কথা জানিয়ে ফেসবুকে লম্বা পোস্ট লিখেছেন ওবেশ কোমিরিসেট্টি ৷ ফ্রি রাইডের জন্য ধন্যবাদও জানিয়েছেন জোম্যাটোকে৷ জবাব এসেছে জোম্যাটো থেকেও ৷