বাংলাহান্ট ডেস্ক: ভারত জম্মু-কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করে দেওয়ার পর প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। পাকিস্তান সরকার ভারতের সাথে সব রকম বাণিজ্যিক চুক্তি ও কূটনৈতিক চুক্তি বাতিল করে। পাকিস্তান আগেই ভারতের সাথে সব রকম যোগাযোগ ব্যবস্থাও বন্ধ করে। বন্ধ করে দেয় ট্রেন প্লেন যোগাযোগ।
এবার ভারত ও পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তানকে। ভারত সরকার রাজস্থান থেকে করাচিগামী থার লিংক এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে।
ভারতের নর্থ ইস্টার্ন রেলওয়ে প্রধান অভয় শর্মা জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত থাকবে রাজস্থান থেকে করাচিগামী থার লিংক এক্সপ্রেস ট্রেন।’ পাকিস্তান যাওয়ার জন্য যে ৪৫;জন টিকিট কেটেছিলেন তাদের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
জম্মু কাশ্মীরের বিশেষ স্বাধীনতা বাতিল করে দেওয়ার পর জম্মু-কাশ্মীর মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তায়। কার্যত সুনসান হয়ে গিয়েছিল জম্মু কাশ্মীর। পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে সরকারি অফিস স্কুল কলেজ খুলে যাবে।