বাংলা হান্ট ডেস্ক: পাক সেনাবাহিনীর মুখপাত্র আসিফ ঘাফুর অস্বস্তিকর মন্তব্যে সাড়া পড়ে গেছে দুই দেশেই। ওনার মতে ‘পাকিস্তান নয়! বরং ভারতই পরমাণু যুদ্ধের জিগির তুলতে চাইছে’। এখানেই থেমে যাননি তিনি, এছাড়াও কাশ্মীরকে ‘নিউক্লিয়ার ফ্ল্যাশপয়েন্ট’ বলে মন্তব্য করেন ঘাফুর। তিনি আরও বলেন যে, ‘ভারতের এরকম আক্রমণাত্মক মেজাজকে যে কোনও সময়ে আটকাতে পাকিস্তান প্রস্তুত।’
এই ঘটনার সূত্রপাত শুক্রবার রাজনাথ সিং এর পোখরানে যাওয়া থেকেই শুরু হয়। রাজনাথ পোখরানে গিয়ে সমস্ত কিছু পর্যালোচনা করে, নাম না করে পাকিস্তানের উদ্দেশ্যে টুইট করে বলেন, ‘এতদিন পর্যন্ত পরমাণু শক্তি নিয়ে আমাদের নীতি ছিল, প্রথমে ব্যবহার নয়। ভবিষ্যতে এই নীতি থাকবে কিনা, তা পরিস্থিতির উপর নির্ভরশীল।’ এবার মনে করা হচ্ছে রাজনাথ সিং এর ওই ট্যুইটের পরিপ্রেক্ষিতেই ঘাফুর এদিন এমন মন্তব্য করেন।
দ্বিতীয়বার সরকারে এসেছে মোদি সরকার, দায়িত্ব হাতে পেয়েই জম্মু-কাশ্মীর নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি বিলোপ করা হয়েছে ৩৭০ ধারা, সর্দার বল্লভ ভাই প্যাটেলের ইচ্ছা পূরণ হয়েছে শেষমেষ। আর এদিকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়ে প্রথম থেকেই কাশ্মীর নিয়ে সরকারের বিভিন্ন চিন্তা ভাবনা নিয়েই মন্তব্য করেছেন রাজনাথ সিং। তাঁর এমত বিভিন্ন মন্তব্যের জেরেই এমন পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে মনে করছেন সকলে।