নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবসে কেন্দ্রীয় সরকারকে গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনার দাবি জানালেন মমতা

 

বাংলা হান্ট ডেস্ক ঃ আজ ভারত মাতার বীর পুত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবস। ১৯৪৫ খ্রিস্টাব্দে তাইওয়ানের তাইহুকু বিমান বন্দর থেকে কোথায় নিখোঁজ হয়ে যান নেতাজি তা নিয়ে আজও সকলে ধোঁয়াশার মধ্যে রয়েছেন।

সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান দিবসে একটি টুইট করে ফের বিতর্ক উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির অন্তর্ধান দিবসে কেন্দ্রীয় সরকারের থেকে গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনার দাবি করেন মুখ্যমন্ত্রী। তার টুইটে তিনি লেখেন, “আজকের দিনে ১৯৪৫ সালে নেতাজি তাইওয়ানের তাইহুকু বিমানবন্দর থেকে নিখোঁজ হন।

IMG 20190818 WA0035

আমরা আজও জানি না এরপর কি হয়েছে। দেশমাতৃকার এই বীর সন্তানের বিষয় জানার অধিকার সকল দেশবাসীর আছে। মমতার এই টুইটেই স্পষ্ট কেন্দ্রীয় সরকারের গোপন ফাইলগুলি প্রকাশ্যে আনার ইঙ্গিত দিচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর