বাংলা হান্ট ডেস্ক: অক্ষয় কুমারের সময় ভালো যাচ্ছে বলতেই হবে। সম্প্রতি ‘মিশন মঙ্গল’ ব্যবসা করেছে আবার এই অভিনেতা রোজগারের দৌড়ে বিশ্বের এক নম্বর এবং বিশ্বের চার নম্বর নম্বর এবং বিশ্বের চার নম্বর স্থানে রয়েছে। তার এক বছরে আয় ৬ কোটি ৫০ লাখ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৬৭ কোটি টাকা। বার্ষিক রোজগারের বিচারে ফোর্বস পত্রিকা অনুসারে, সেরা দশের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে খিলাড়ির। এর আগে শোনা গিয়েছিল শাহরুখ খান খান শাহরুখ খান খানের নাম কিন্তু সেই জায়গায় এবারে অক্ষয়ের নাম পাওয়া গেছে।
ওই তালিকায় এক নম্বরে রয়েছেন হলিউড স্টার ডয়েন জনশন। তাঁর বার্ষিক আয় ৮ কোটি ৯৪ লাখ ডলার। এই হিসেব করা হয়েছে ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের মে মাস পর্যন্ত। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ক্রিস হেমসওয়ার্থ ও রবার্ট ডাউনি জুনিয়র। এই তালিকায় পাঁচ নম্বরে জ্যাকি চ্যান। অক্ষয় কুমার তাঁরও উপরে।