- বাংলা হান্ট ডেস্ক: কিছু আগেই সংযুক্ত আরব আমিরশাহি তে সেই দেশের সর্বোচ্চ সন্মান অর্ডার অব জায়েদ’ দিয়ে সন্মানিত করা হয় নরেন্দ্র মোদী কে। করেন আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদ আল নাহান।৩৭০ ধারা বিলোপ ভারতের পাশে দাড়ায় আমির্শাহি।এবার বাহারিন।সংযুক্ত আরব আমিরশাহি থেকে বাহারিনে গিয়েছেন নরেন্দ্র মোদী।প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহারিনে সম্মানিত হলেন নরেন্দ্র মোদী। তাঁকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস পুরস্কারে সম্মান করলেন বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা নিজেই।
প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে বলেন,’আমি অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত বোধ করছি। ১৩০ কোটি ভারতবাসীর হয়ে সম্মান গ্রহণ করছি। এটা ভারত-বাহারিনের সুনিবিড় বন্ধুত্বের প্রতীক।’ আরব আমিরশাহি সরকারকে ধন্যবাদ জানিয়েছ নরেন্দ্র মোদী টুইট করেছেন, ‘অর্ডার অব জায়েদ’ পুরস্কার পেলাম। এটা ব্যক্তিগত সম্মান নয়। ভারতীয় সংস্কৃতি ও আদর্শের জন্য এমন প্রাপ্তি। ১৩০ কোটি ভারতীয়কে উতসর্গ করছি।’