সমস্ত ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন এক সময়ে শ্রীলঙ্কার অন্যতম সফল এবং শ্রেষ্ঠ স্পিনার অজন্তা মেন্ডিস। বিশ্বক্রিকেটের উনি একমাত্র স্পিনার যাকে সারা বিশ্ব এক বিস্ময় প্রতিভা বলে জানতো। ২০০৮ সালে শ্রীলঙ্কার হয়ে প্রথম অভিষেক হয়েছিল তারপরে দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার কেটে গিয়েছে; তিনি ২০১৫ সালের পর থেকে আর সেরকম ভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাননি। তবে ক্রিকেটের তিনটি ফরমেট মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ২৮৮ টি উইকেট, অবশেষে ৩৪ বছর বয়সে এসে ক্রিকেটকে চিরতরে বিদায় জানালেন অজন্তা মেন্ডিস।
মেন্ডিস মূলত বিখ্যাত ছিলেন তাঁর সুপ্রদর্শিত ক্যারাম বলের জন্য। উনি ক্রিকেট ক্যারিয়ারে মোট ৮৭ টি ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ১৫২ টি উইকেট। অপরদিকে ৭০ টি উইকেট নিয়েছেন ১৯ টি টেস্ট ম্যাচ খেলে। আর মাত্র ৩৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই নিয়ে নিয়েছেন ৬৬ টি উইকেট।
মেন্ডিস একমাত্র বোলার যিনি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি তে একবার ৬টি উইকেট নেওয়ার পাশাপাশি মোট দুবার টি-টোয়েন্টি তে ৬ উইকেট নিয়েছেন। মেন্ডিসের রয়েছে দ্রুততম ৫০ টি ওয়ানডে উইকেট নেওয়ার বিশেষ নজির।
শ্রীলঙ্কার প্রাপ্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা, এঞ্জেলো ম্যাথিউজ সহ অনেক তারকা ক্রিকেটার মেন্ডিসকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। সকলেই মেন্ডিসের পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।