বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি সারদা মামলায় জর্জরিত প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার ছিল এই মামলার শুনানির দিন। এদিন আদালতকক্ষে দাঁড়িয়ে রাজিব কুমারের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বিচারককে বলেন, “মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি চাই না।”
আজ হাইকোর্টে বিচারপতি মধুমিতা মিত্রের তত্ত্বাবধানে সারদাকাণ্ডে রাজীব কুমার মামলার শুনানি ছিল। মামলাপর্ব হওয়াকালীন প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবী আদালতে দাঁড়িয়ে তৃণমূলনেতা মদন মিত্রের গ্রেফতারি প্রসঙ্গ টেনে এনে মন্তব্য পেশ করেন।
এদিন তিনি বলেন, “গ্রেফতারির দিন মদন মিত্রকে সকাল সাড়ে দশটায় সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল। সেদিনই বিকাল সাড়ে চারটে তাঁকে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়। সেই ঘটনার যাতে আবার পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্যই আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”
প্রসঙ্গত, সিবিআই এর বিরুদ্ধে রাজিব কুমারের আইনজীবী অভিযোগ তুলেছেন বুধবারও জেরার নামে রাজীব কুমারকে হেনস্থা করা হয়েছে। তিনি বলেন, “এই মামলায় ক্ষমতাবলে রাজীব কুমারকেই দোষী প্রমাণ করার চেষ্টা করছে সিবিআই।” শুধু তাই নয় সারদাকাণ্ডে সারদাকাণ্ডে সিবিআই ঢিলেমি দিচ্ছে তদন্তে এই অভিযোগ আনেন রাজিব কুমারের আইনজীবী, এর পরিপ্রেক্ষিতে আদালতে একগুচ্ছ তথ্যপ্রমাণও পেশ করেন তিনি।