ভারত কিনতে চলেছে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি যুক্ত সাবমেরিন। ভারত এই অত্যাধুনিক সাবমেরিন কিনবে এক ব্রিটিশ সংস্থার কাছে, এর জন্য ১৯০০ কোটি টাকার ডিল ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলে খবর। এই অত্যাধুনিক সাবমেরিনের সাহায্যে সুমদ্রের নীচে হঠাৎ কেউ আটকে পড়লে তাদের সহজেই ফিরিয়ে আনা সম্ভব হবে।
আগে সুমদ্রের তলদেশে কোনো দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে ভারতীয় নেভিকে আমেরিকার কাছে সাহায্য চাইতে হত কিন্তু এখন এই সাবমেরিন ভারতের হাতে চলে আসার পর আর অন্য কারুর সাহায্য লাগবে না ভারতের। এবার এই সাবমেরিনের সাহায্যে সুমদ্রের নীচে সার্চ কার্য চালাবে ভারতীয় নেভি। মার্কিন সংস্থার সাথে মোট দুটি সাবমেরিন কেনার চুক্তি করেছে ভারত। জানা গিয়েছে এই সাবমেরিন গুলি রাখা হবে বিশাখাপত্তনম এবং মুম্বাইয়ের নৌঘাঁটিতে।
অন্যদিকে ভারত মহাসাগরে চীনের বাড়বাড়ন্তের উপর নজর আরও তীব্র করার লক্ষ্যে ভারত আরও বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে। বর্তমানে ভারতীয় নেভি চীনের সাথে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই ১৪-১৫ টি বিধ্বংসী যুদ্ধ জাহাজ সহ আরও বেশ কিছু ছোটবড় জাহাজ মোতায়েন করেছে।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…