পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস,আগামী ৪৮ ঘন্টায় ভাসবে কলকাতা

বাংলাহান্ট ডেস্ক: আষাঢ় শ্রাবণে বৃষ্টি হতাশ করেছে কলকাতাকে। মাঝে সামান্য বৃষ্টি পেলেও মন ভরেনি কলকাতাবাসীর। ভাদ্র মাসের গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। আজ সকাল থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে মেঘ-রোদ্দুরের খেলা। কখনো কখনো দেখা যাচ্ছে মেঘ আবার তার মাঝেই মেঘ কাটিয়ে দেখা মিলছে সূর্যের।

kolkata post

এবার আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল। বাংলা ওড়িশা উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। দার্জিলিং আগামী ৪৮ ঘন্টায় কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলবে বৃষ্টি।

আজ বৃষ্টি পড়লেও কাল থেকে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া দপ্তর উপকূলের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে আজ বজ্রবিদ্যুৎ-সহ কলকাতায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের কারণে উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যে ট্রলারগুলো এ মুহূর্তে সমুদ্রে রয়েছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

সম্পর্কিত খবর