রাজীব তদন্তে বাধা দিচ্ছে রাজ্য, বলছে সিবিআই

নেতা মন্ত্রীদের গ্রেফতারিতে বাধা দেননি মুখ্যমন্ত্রী, তাহলে রাজীব কুমারের জিজ্ঞাসাবাদের বাধা কেন, এবার প্রাক্তন বিধাননগর পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে এই কথাই জানাল সিবিআই। রাজীব গ্রেফতারিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য সরকারই, এমনই বিস্ফোরক অভিযোগ করল সিবিআই। সোমবার সিবিআই আইনজীবিরা রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত সম্পর্কে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্নও তোলেন। সরাসরি মুখ্যমন্ত্রীর নাম করেই রাজীব গ্রেফতারিতে বাধা নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন সিবিআই আইনজীবিরা।

এর আগে রাজীব কুমারের গ্রেফতারির সম্ভাবনা যখন একেবারেই নিশ্চিত হয়ে গিয়েছিল ঠিক তখনই ধরনার পথ অবল্মবন করে গ্রেফতারি আটকাতে সচেষ্ট হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে এত বাধা কেন, সে বিষয়েও প্রশ্ন তুলেছে সিবিআই। যদিও মুখ্যমন্ত্রী একমাত্রই নন তারসঙ্গে রাজীবের গ্রেফতারিতে বাধা হয়েছিল রাজ্য পুলিশও। আইন শৃঙ্খলার দোহাই দিয়ে এভাবে বার বার কেন রাজীব কুমারকে ডেকে পাঠালেই বাধা দেওয়া হচ্ছে তা নিয়ে যথেষ্ট রুষ্ট সিবিআই।

RajeevKumar

সিবিআই চিটফান্ড কেলেঙ্কারির তথ্যপ্রমান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকারীদের হাতে তুলে দেননি রাজীব কুমার এমনটাই অভিযোগ। কেন দেননি, এর পিছনে উদ্দেশ্য টাই কি, এসব জানার জন্য ইতিমধ্যেই শিলং-এ রাজীব ও কুনালকে একবার তলব করেছিল সিবিআই। উল্লেখ্য, গত 30শে মে তারিখে রাজীব গ্রেফতারিতে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপর 22 জুলাই অবধি তাঁর গ্রেফতারির স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছিল।  কিন্তু এবার সারদা মামলার তদন্তের নিষ্পত্তি ঘটাতে চাইছে সিবিআই।

সম্পর্কিত খবর