বধূ নির্যাতনের দায়ে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগেই ধাক্কা খেয়েছিল ভারতীয় শিবির। ক্যারিবিয়ান সফর চলাকালীনই আবার বড়সড় ধাক্কা খেলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। বধূ নির্যাতনের মামলায় মহম্মদ শামির বিরুদ্ধে এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আলিপুরের (ACJM) অতিরিক্ত মুখ্য দায়রা আদালত। আত্মসমর্পণের জন্য ১৫ দিন সময় দিল আদালত। ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতেই হবে শামিকে।

প্রসঙ্গত, আলিপুর আদালতে ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামির বিরুদ্ধে কলকাতা পুলিশের উওমেন্স গ্রিভান্স সেল চার্জশিট পেশ করে। চার্জশিটে একাধিক জামিন অযোগ্য ধারার উল্লেখ করাও হয়। গত বছর ৮ মার্চ শামি ও তার পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতন, মারধর, ধর্ষণ, খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনেন স্ত্রী হাসিন জাহান।

সম্পর্কিত খবর