বাংলা হান্ট ডেস্ক : ভারতের মদ বিক্রিতে জনি ওয়াকার–শিভাস রিগালকে পিছনে সেরার সেরা ক্রয়ের তালিকায় ওল্ড মঙ্কে।তথ্যে উঠে এসেছে লক্ষ লক্ষ ভারতীয় রোজগারের বড় অংশ খরচ করেন ওল্ড মঙ্ক কিনে।
গ্রাহকের তালিকায় বেশিরভাগই ধনী ব্যক্তিরা। ধনী ভারতীয়রা কীভাবে, কোথায় কত টাকা খরচ করে, সেই নিয়ে সমীক্ষা চালিয়েছিল চীনের একটি সংস্থা হুরুন রিপোর্ট। ‘হুরুন ইন্ডিয়ান লাক্সারি কনজিউমার সার্ভে ২০১৯’ নামে ওই রিপোর্টেই তথ্যটি উঠে এসেছে।
প্রসঙ্গত ওল্ড মঙ্কে দাম হল সাধ্যের মধ্যে।অ্যালকোহলের মাত্রা ৪২.৮ শতাংশ। এই ব্লেন্ডেড রামের বয়স অন্তত ৭ বছর। তাই সাধারণ মধ্যবিত্ত, কলেজ পড়ুয়া থেকে সদ্য চাকরিতে নিযুক্ত— সকলেরই পছন্দ ওল্ড মঙ্ক। কিন্তু সমীক্ষা অন্য কথাই বলছে। শুধু আমআদমি নয়, ধনী ভারতীয়রাও এই পানীয়ের স্বাদেই মজেছে।এক্ষেত্রে নামী ব্র্যান্ডের স্কচ বা ওয়াইন তাঁদের অতটাও পছন্দ নয় তাদের।