পাকিস্তানের বুকে ভয় ধরিয়ে, আজই ভারতীয় বায়ুসেনায় যোগ দিচ্ছে অ্যাপাচে হেলিকপ্টার ! থাকছে …

দেশের সামরিক ভাণ্ডার শক্তিশালী করতে সব দিক থেকে চেষ্টা করছে ভারত। নৌবাহিনী থেকে স্থলবাহিনী ও বায়ুসেনাদের যেকোনো পরিস্থিতিতে যাতে বিড়ম্বনার মুখে না পড়তে হয় তার জন্য ইতিমধ্যেই বিদেশ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে ভারত। সেপ্টেম্বরেই রাফাল যুদ্ধবিমান এসে পৌঁছাবে ভারতের হাতে। এরসঙ্গে ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর বোয়িং এএইচ -৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। আজই পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হবে এই শক্তিশালী চপারটি। যা পাকিস্তানের বুকে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট বলে মনে করছে ভারত।

পরীক্ষানীরিক্ষার জন্য এই কপ্টারের প্রথম ব্যাচটি গত জুলাই মাসে গাজিয়াবাদে এসে পৌঁছেছিল। সফল পরীক্ষার পর মঙ্গলবার পাঠানকোটে বায়ুসেনা প্রধানের উপস্থিতিতে এবার কাজের সঙ্গে যুক্ত হবে সেটি। যা নিয়ে এক নতুন আশা ভারতের। যদিও পাকিস্তানকে কাবু করার জন্য পর্যাপ্ত সামরিক অস্ত্র ভারতের হাতে মজবুত রয়েছে কিন্তু তা সত্ত্বেও যুদ্ধকালীন পরিস্থিতি যদি তৈরি হয়য় সেক্ষেত্রে পাকিস্তানকে সব দিক থেকেই কোনঠাসা করতে মরিয়া ভারত।

AH 64D Apache Longbow
051021-F-2828D-284
A U.S. Army AH-64D Longbow Apache, 1st Battalion, 101st Aviation Regiment, Fort Campbell Ky., provides ground forces with air support from Forward Operating Base Speicher Iraq, Oct. 21, 2005, during Operation Iraqi Freedom. (U.S. Air Force photo by Tech. Sgt. Andy Dunaway) (Released)
The 1st Battalion, 101st Aviation Regiment, the “Expect No Mercy” Battalion, is the premier attack helicopter battalion in the United States Army. Its lethal fleet of 24 Ah-64D Longbow Apaches is currently conducting combat operations in Northern Iraq, caring on a long tradition of excellence among Army Aviation.
1-101st first gained notoriety during Operation Desert Storm in 1991, when it fired the first shots of the Gulf War during Operation Normandy, destroying key Iraqi radar sites and creating a safe corridor for US aircraft to commence the air campaign. The battalion again proved itself during Operation Iraqi Freedom in 2003-2004, conducting several mobile strike deep attacks during major combat operations followed by eight months of quick reaction force (QRF), reconnaissance, and VIP security missions during stability and support operations (SASO). After a rigorous 19 months of training and maintenance back at Fort Campbell, Kentucky, the “Expect No Mercy” battalion deployed to Iraq for its second OIF tour.
Since arriving in Iraq, the battalion has conducted an aggressive Relief-in-Place/Transfer-of-Authority (REP/TOA) with 8-229th Aviation Regiment from Fort Knox, Kentucky. The battalion is on track to fly over 1000 combat hours in October, and is already making an impact on operations in Iraq. Initial combat missions involved teams of two “No Mercy” aircraft along with one 8-229th aircraft conducting local area orientations (LAO) to familiarize aircrews with the environment, geography, and unity on the ground. By no means was an LAO an administrative mission though: while on orientations, aircrews participated in numerous reconnaissance

বিশ্বের বেশ কয়েকটি শক্তিধর দেশের হাতে এই অস্ত্র রয়েছে। এবার সেটি যুক্ত হতে চলেছে ভারতের সঙ্গে। অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এই কপ্টার ঘন্টায় 272 মাইল বেগে ছুটে শত্রু শিবিরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি এই কপ্টারে একটি ক্ষুদ্র আয়তনের মেশি গান রয়েছে যেটি আয়তনে ক্ষুদ্র হলেও এক রাউন্ডে 1200 রাউন্ড গুলি ছুঁড়তে পারে। একই সঙ্গে হাইড্রা রকেট ছোড়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি অ্যান্টি ট্যাঙ্ক হেলফোয়ার মিসাইলও রয়েছে এর মধ্যে। একসঙ্গে অনেক জিনিস থাকায় এবার লড়াইয়ে সুবিধা হবে বলেই মনে করছে ভারতীয় সামরিক বাহিনী।

সম্পর্কিত খবর