বড় খবর:সারদার টাকা ফেরত দিলেন সাংসদ শতাব্দী

সারদা মামলার তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে কেডি সিংহ, ম্যাথু, মুকুল রায়ের পরে আর দশজনকে তলব করেছে ইডি৷ কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে শতাব্দী রায় কেউই বাদ যাননি৷ যদিও এর আগে বেশ কয়েকবার ইডির তরফ থেকে তাঁকে তলব করা হয়েছিল৷ তবুও ম্যাথু ও কেডিকে জিজ্ঞাসাবাদের পর চাঞ্চল্যকর তথ্য পাওয়ার শতাব্দীকে তলব করেছিল ইডি৷ এরপর সারদা মামলার সমস্ত টাকা ইডিকে ফেরত দিলেন শতাব্দী৷ ড্রাফটের মাধ্যমে ইডির কাছে সব টাকা ফেরত পাঠিয়েছেন বলে খবর৷ যদিও বেশ কয়েকমাস আগে তিনি সারদা মামলার টাকা ফেরত দিতে চান বলে ইডিকে জানিয়েছিলেন৷ তবে এবার সমস্যার জট কাটাতে নিজেই সেই টাকা ইডিকে পাঠালেন৷

satabdi roy 1563199103

উল্লেখ্য, সারদা গ্রুপ অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়কে একটি ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন৷ চুক্তি অনুযায়ী তাঁকে 42 লক্ষ টাকা দেওয়ার কথা হয়েছিল৷ কিন্তু টিডিএস কেটে শতাব্দী হাতে পেয়েছিলেন মাত্র 29 লক্ষ টাকা৷ সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসতেই একের পর এক অভিনেত্রী থেকে শুরু করে সাংসদরা সেই মামলায় জড়িয়ে পড়েন৷ এর আগে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিঠুন চক্রবর্তীও সারদার টাকা ফেরত দিয়েছিলেন৷

চলতি জুলাই মাসে শতাব্দীকে তলব করা হয়েছিল৷ এর আগেও একাধিকবার তলব করা হলেও সংসদের অধিবেশনের অজুহাতে গরহাজির হয়েছিলেন৷ কিন্তু জুলাই মাসে তাঁকে তলব করা হলে তিনি সংসদের অধিবেশন শেষ হলে নিজেই হাজিরা দেবেন এবং টাকা ফেরত দেবেন বলে জানিয়েছিলেন৷ অধিবেশন শেষ হওয়ার একমাসের মধ্যেই সাংসদ অভিনেত্রী ইডিকে টাকা ফেরত দিলেন৷

 

 

সম্পর্কিত খবর