বাংলা হান্ট ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। উপকূলবর্তী এলাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল নিম্নচাপের জেরে কলকাতায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
নিম্নচাপটি বর্তমানে উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে। নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।