এবার ভারতের কাছ থেকে এক প্রকার ধমক খেল পাকিস্তান

বাংলাহান্ট ডেস্ক: শ্রীলংকার রাজধানী কলম্বোয় চলছিল ইউনিসেফ আয়োজিত শিশু রক্ষার বিষয়ক একটি বৈঠক। সে আলোচনা সভাতে পাকিস্তানের প্রতিনিধি কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা করেন। ঠিক সেই সময়ে ভারতের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ পাকিস্তানের প্রতিনিধিকে একপ্রকার ধমকে চুপ করিয়ে দেন।

images 1 3

গৌরব গগৈ পাকিস্তানের প্রতিনিধির উদ্দেশ্যে বলেন, ‘কাশ্মীর ইস্যু কাশ্মীর ও ভারতের আভ্যন্তরীণ বিষয়। শিশু রক্ষার অধিকার নিয়ে আলোচনার মধ্যে কাশ্মীর প্রসঙ্গ তুলতে লজ্জা পাওয়া উচিত।’

গৌরব গগৈ আরো মন্তব্য করেন, পাকিস্তান যদি পাকিস্তানের মানবাধিকার লংঘন ও সংখ্যালঘুদের অত্যাচারের মত বিষয়গুলোতে নজর দেন তাহলে তিনি খুশি হবেন। শুধু গৌরব গগৈ নন। বৈঠকে উপস্থিত বিজেপি সংসদ সঞ্জয় এককথায় পাকিস্তানের প্রতিনিধি বিরোধিতা করে করেন। স্বাভাবিকভাবেই বিদেশের মাটিতে দুর্বল হয়ে পড়ে পাকিস্তান।

images 6

ভারত কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই ভারতকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। ভারতের সাথে পাকিস্তান ভেঙেছে সব রকম সম্পর্ক। পাকিস্তান সব জায়গায় টেনে আনছে এই কাশ্মীর ইস্যু। কিন্তু বারবার মুখ পুড়েছে পাকিস্তানের। এবারে বিদেশের মাটিতেও ধরাশায়ী হয়ে পরলো পাকিস্তান।

সম্পর্কিত খবর