বাংলাহান্ট ডেস্ক: এমন সিনেপ্রেমী অনেক আছেন যারা সিনেমার নায়কদেরই আরাধ্য বানিয়ে নেন। তাঁদের হাঁটাচলা, কথা বলার স্টাইল নকল করতে করতে কখন যে নিজেদেরই ক্ষতি করে বসেন তা তারা নিজেরাও জানতে পারেন না। এই যেমন বছর ১৫ র এক তরুণ ‘কেজিএফ’ (KGF) এর রকি ভাইকে (Rocky Bhai) দেখে এতটাই অনুপ্রেরিত হয়ে পড়ে যে শেষমেষ হাসপাতালেই ভর্তি করতে হয় তাঁকে।
কেজিএফ চ্যাপ্টার ১ এর পর চ্যাপ্টার ২ এর উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ‘রকি ভাই’ যশ (Yash) নতুন নায়ক হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের। রকি ভাই এর চলন বলন নকল করাটাই নেশা হয়ে দাঁড়িয়েছে অনেকের। আর সেটা করতে গিয়েই বিপদ।
এক ১৫ বছর বয়সী তরুণ পর্দার রকি ভাই এর মতো স্টাইল করে ধূমপান করতে গিয়ে বিপদ বাঁধিয়ে বসেছে। জানা যাচ্ছে, ওই তরুণ হায়দ্রাবাদের রাজেন্দ্রনগরের বাসিন্দা। কেজিএফ ২ মুক্তি পাওয়ার পর দ্বিতীয় দিনেই ছবিটি দেখে ফেলে ওই তরুণ। রকি ভাইকে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছিল সে।
যশকে নকল করার জন্য প্রথম বারেই এক প্যাকেট সিগারেট শেষ করে দেয় বছর ১৫ র ছেলেটি। এরপরেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। কাশির দমক আর গলা ব্যথা নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
হাসপাতালের এক চিকিৎসক সংবাদ মাধ্যমকে বলেন, রকি ভাই এর মতো চরিত্রগুলি খুব সহজেই তরুণদের মনে ছাপ ফেলে। সমাজে সিনেমার প্রভাব বিশাল। তাই ছবি নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রীদের উপরে দায়িত্ব বর্তায়, ধূমপান, পানমশলা সেবন, মদ্যপানের মতো বিষয়গুলোকে উসকানি না দেওয়া।
সেই সঙ্গে অভিভাবকদের প্রতি তাঁর পরামর্শ, “সন্তান কী দেখছে, কী করছে, কোন বিষয়টা তাদের মধ্যে প্রভাব ফেলছে সেদিকে লক্ষ্য রাখুন। ধূমপান, মদ্যপানের মতো বিষয়গুলির নেতিবাচক প্রভাব সম্পর্কে বাবা মাদেরই উচিত সন্তানকে সাবধান করা। পরে অনুতাপ করার থেকে আগেই পদক্ষেপ নেওয়া ভাল।”