বাংলা হান্ট ডেস্ক: বর্তমানের অত্যাধুনিক যুগে কোথাও কোনো ভিন্ন ধরণের ঘটনা ঘটলেই সেই ঘটনার প্রসঙ্গ সরাসরি চলে আসে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যার ফলে মুহূর্তের মধ্যেই সেই ঘটনা সম্পর্কে জানতে পারেন লক্ষ লক্ষ মানুষ। এদিকে, বিবাহ সংক্রান্ত একাধিক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তবে, সেগুলির মধ্যে এমন কিছু বিবাহের প্রসঙ্গ থাকে যা খুব সহজেই আকৃষ্ট করে নেয় সকলের মন। সেই রেশ বজায় রেখেই এবার একটি অবাক করা ঘটনা সামনে এসেছে।
এমনিতেই বলা হয় যে, প্রেম কোনো বাধা মানে না। অর্থাৎ, প্রেমের সম্পর্কে প্রভাব বিস্তার করতে পারে না কোনো গন্ডী। এমনকি, বয়সের বেড়াজালকেও ছিন্ন করে দিতে পারে এই সম্পর্ক। এমতাবস্থায়, পাকিস্তান থেকে এবার এক বিরল প্রেমের কাহিনি সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানে বসবাসকারী ২৫ বছর বয়সী জুবিয়া ৫২ বছর বয়সী কাদিরের প্রেমে পড়ে যান। এদিকে কাদির একজন মুক ও বধির ব্যক্তি হওয়া সত্ত্বেও জুবিয়া তাঁর প্রেমে পড়েন।
শুধু তাই নয়, তাঁকে বিয়েরও প্রস্তাব দেন ওই যুবতী। সম্প্রতি নিজের এই প্রেমের কাহিনি সকলের সাথে ভাগ করে নিয়েছেন জুবিয়া। একজন ইউটিউবারের সাথে কথোপকথনের সময়ে জুবিয়া জানান যে, তাঁর বাবা-মা মারা গেছেন। তিনি তাঁর বড় দাদার কাছেই থাকতেন। এদিকে, কাদির ছিলেন তাঁর দাদার খুব কাছের এক বন্ধু। যদিও, এক দুর্ঘটনায় মারা যান জুবিয়ার দাদা। যার ফলে, সম্পূর্ণ একা হয়ে যান তিনি।
এদিকে, কাদিরও একাই থাকতেন। এমতাবস্থায়, জুবিয়া তাঁর প্রতি আকৃষ্ট হন। জুবিয়ার মতে, কাদিরের অবস্থা দেখে তাঁর খারাপ লাগত। পাশাপাশি, তিনি কাদিরের শান্ত ব্যবহারেরও প্রশংসা করেন। তারপরে জুবিয়া নিজেই কাদিরকে বিবাহের প্রস্তাব দেন এবং কিছুদিন পর তাঁকে বিয়েও করেন।
https://youtu.be/KTmlBg9GFB8
ইশারার মাধ্যমে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব: মূলত, কাদিরের শারীরিক প্রতিবন্ধকতার কারণে জুবিয়া ইশারার মাধ্যমে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এমতাবস্থায়, কাদির প্রথমে লজ্জা পেয়ে জুবিয়ার ওই প্রস্তাব মেনেও নেন। শুধু তাই নয়, ইশারার মাধ্যমেই কাদির জানিয়েছিলেন যে, জুবিয়াকে তাঁরও খুব ভালো লাগে। এদিকে, ওই সাক্ষাৎকারে জুবিয়ার প্রয়াত ভাইয়ের প্রসঙ্গে কাদির কান্নায় ভেঙে পড়েন। জুবিয়া জানান, প্রায়ই কাদিরকে তাঁর বন্ধুর স্মৃতি তাড়া করে বেড়ায়। জুবিয়া আরও জানান, তিনি একজন শিক্ষক। পাশাপাশি কাদিরের বীজের ব্যবসা রয়েছে। কাদির ওই ব্যবসা থেকে ভালো আয়ও করেন। এছাড়া, কাদির ভালো রান্না করেন বলেও জানা গিয়েছে।