বন্ধুর ডাকে ভারতে মদ খেতে এসে গ্রেফতার ব্যক্তি! উদ্ধার বিদেশি মুদ্রা ও বিড়ির প্যাকেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বন্ধুর ডাকে ভারতে এসেছিলেন এক ব্যক্তি। এমনকি, মনের আনন্দে বসেছিল মদ্যপানের আসরও। কিন্তু, সেখানেই কাটল তাল। মূলত, বন্ধুর জন্য বাংলাদেশ (Bangladesh) থেকে ভারতের ত্রিপুরায় (Tripura) এসে নিজের বিপদ ডেকে আনলেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা অন্তর চন্দ্র সরকার। শুধু তাই নয়, ভিসা ও পাসপোর্ট ছাড়া বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

খবর অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সীমান্ত সংলগ্ন একটি পুকুর পাড়ে বসে মদ্যপান করার সময় অন্তরকে গ্রেফতার করা হয়েছে। এই প্রসঙ্গে ত্রিপুরার সিপাহিজলা জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্ত লাগোয়া মধুপর থানা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য এক বাংলাদেশি নাগরিককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

ঠিক কি ঘটেছে: তবে, অন্তরের সঙ্গী হিসেবে থাকা তপন চন্দ্র সরকারের কাছে বৈধ ভিসা থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। যদিও, তাঁদের প্রথমেই বিএসএফ জওয়ানরা ত্রিপুরার কসবা কালীতলা এলাকা থেকে আটক করেছিলেন । এই প্রসঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, চলতি বছরের দুর্গাপুজোর সময় বৈধ ভিসা এবং কাগজপত্র নিয়ে ত্রিপুরায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তপন।

কিন্তু, কয়েকদিন সেখানে থাকার পরেই বন্ধু অন্তরের জন্য মন খারাপ হয়ে যায় তাঁর। এমনকি, একটা সময়ে অন্তরকে ফোন করে ভারতেও আসতে বলেছিলেন তপন। এদিকে, অন্তরের আসার পরেই মদ্যপানের পরিকল্পনাও করা হয়। আর সেখানেই ঘটে বিপত্তি। ভারতে প্রবেশ করে সীমান্ত লাগোয়া একটি পুকর পাড়ে বসে মনের আনন্দে মদ্যপান করছিলেন তাঁরা। সেই সময়ে সেখানে টহলরত বিএসএফ জওয়ানরা তাঁদের আটক করেন।

সেই মুহূর্তে তাঁদের কাছে বাংলাদেশ ও মালেশিয়ার মুদ্রা উদ্ধারের পাশাপাশি মদের বোতল ও বিড়ির প্যাকেট পাওয়া যায়। পাশাপাশি, ধৃত অন্তরকে আদালতে পেশ করার পর বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানান, “বেশ কিছুদিন দেশে থাকার পর কোন এলাকা দিয়ে সহজেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করা যাবে, তা বুঝতে পেরেছিলেন তপন। পাশাপাশি, সেই অনুযায়ী তাঁর বন্ধু অন্তরকে ডেকে পাঠিয়েছিলেন তিনি।” মূলত, চোরাচালানকারীদের ব্যবহৃত রাস্তা দিয়েই ভারতে প্রবেশ করেন অন্তর।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X