আর দাঁড়াতে হবে না লম্বা লাইনে! হাসপাতালে চিকিৎসা নিয়ে বড়সড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

বাংলাহান্ট ডেস্ক : আমাদের জীবনের গুরুত্বপূর্ণ চাহিদাগুলোর মধ্যে অন্যতম চিকিৎসা পরিষেবা। ভারতের দুই ধরনের চিকিৎসা পরিকাঠামো দেখা যায়। একটি বেসরকারি, অন্যটি সরকারি । বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর খরচ অনেক। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা চিকিৎসার জন্য বেছে নেন বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমকে।

কিন্তু আমাদের দেশের অধিকাংশ জনগণ ভরসা করেন সরকারি হাসপাতালের উপর। সামান্য কিছু টাকার বিনিময়ে টিকিট কেটে সরকারি হাসপাতালের আউটডোরে (Out Patient Department) ডাক্তার দেখানো যায়। কিন্তু সেক্ষেত্রে বড় সমস্যা হয় লাইনে দাঁড়ানো। সাধারণ মানুষের এই সমস্যা দূর করতে এবার তৎপর হল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

স্বাস্থ্য বিভাগ চাইছে দ্রুত বৈপ্লবিক পরিবর্তন আনতে সরকারি হাসপাতালের আউটডোর ইউনিটে। স্বাস্থ্য দপ্তর আশা করছে তাদের এই নতুন সিদ্ধান্তের ফলে আউটডোরে লাইনে দাঁড়ানোর হয়রানি অনেকটাই কমে যাবে। স্বাস্থ্য দপ্তর চাইছে অভিন্ন আউটডোর নেটওয়ার্ক চালু করতে। কলকাতা ও রাজ্যের মেডিকেল কলেজ এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিকে যুক্ত করা হবে এই নেটওয়ার্কে।

এই নেটওয়ার্ক তৈরি হলে সুবিধা পাবেন রোগীরা।
উল্লেখযোগ্য বিষয় হল আউটডোরে ডাক্তার দেখানোর পর রোগীদের রক্ত বা অন্যান্য শারীরিক পরীক্ষার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। নতুন এই চিন্তা ভাবনার ফলে সমস্যা থেকে মুক্তি মিলবে অনেকটাই। সূত্রের খবর, অভিন্ন আউটডোর নেটওয়ার্ক তৈরির জন্য চালু করা হবে নতুন ধরনের প্রেসক্রিপশন।

1627000692 kol6 1

স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে নতুন এই প্রেসক্রিপশন এই বছরের মধ্যেই শুরু হয়ে যাবে। ডাক্তারের হাতের লেখা পড়তে যাতে অসুবিধা না হয়, রোগীর পূর্বে কোনও রোগ ছিল কিনা, এসব কিছুর নতুন ধরনের প্রেসক্রিপশনে গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও, আউটডোরে টিকিট করানোর সময় যে টিকিট নম্বর পাওয়া যাবে তা কাজে লাগবে যে কোনও স্বাস্থ্য কেন্দ্রে। রোগীদের আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হবে না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর